Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৭ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ৪ ১৪২৮ ||  ০৩ রমজান ১৪৪২

অভিনয় ছাড়ছেন এমা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৪:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০২১
অভিনয় ছাড়ছেন এমা?

‘হ্যারি পটার’ সিনেমাখ্যাত জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও সমাজকর্মী এমা ওয়াটসন। সম্প্রতি গুঞ্জন উঠেছে অভিনয় ছাড়ছেন তিনি।

ডেইলিমেইল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিক লিও রবিনটনকে বিয়ের পরিকল্পনা করছেন ৩০ বছর বয়সী এমা। অভিনয় ছেড়ে নাকি সংসারে মন দিতে চান এই অভিনেত্রী। এজন্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এমার ম্যানেজার জ্যাসন ওয়েনবার্গ জানিয়েছেন, অভিনয় ক্যারিয়ারকে বিদায় জানানোর কোনো পরিকল্পনা আপাতত এই অভিনেত্রীর নেই। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এমার সামাজিক যোগাযোগমাধ্যম আপাতত বন্ধ কিন্তু তিনি অভিনয় ছাড়ছেন না।’

গত দেড় বছর ধরে লিও রবিনটনের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন এমা। সম্প্রতি একটি সূত্র ডেইলিমেইলকে বলেন, ‘এমা এখন আড়ালে থাকতে চাইছেন। তিনি লিও রবিনটনকে বিয়ের পরিকল্পনা করছেন। এজন্য তারা একটু আড়ালে চলে গেছেন। সম্ভবত এমা এখন একটি পরিবার চাইছেন।’

সিনেমা থেকে বর্তমানে একটু দূরে এমা। সর্বশেষ ‘লিটল উইমেন’ সিনেমায় দেখা গেছে তাকে। ২০১৯ সালে মুক্তি পায় এটি। গ্রেটা গারউইক পরিচালিত এই সিনেমা অস্কারে বেশ কয়েকটি মনোনয়ন পায়। ‘হ্যারি পটার’ ছাড়াও ‘কলোনিয়া’, ‘নোয়াহ’, ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’, ‘দ্য সার্কেল’সহ অনেক সিনেমায় দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত এমা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়