ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ২৬ মার্চ ২০২১   আপডেট: ১৫:০০, ২৬ মার্চ ২০২১
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা

চলতি বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। বৃহস্পতিবার (২৫ মার্চ) এর মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এতে এগিয়ে আছে ‘লুডো’ এবং ‘থাপ্পড়’।

ব্ল্যাক কমেডি ঘরানার সিনেমা ‘লুডো’ পেয়েছে ১৬টি মনোনয়ন। অন্যদিকে, ফ্যামিলি-ড্রামা ‘থাপ্পড়’ ঝুলিতে ভরেছে ১৫টি। সেরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালকসহ বেশ কয়েকটি শাখায় মনোনয়ন পেয়েছে এই দুটি সিনেমা।

চলুন দেখে নিই কয়েকটি শাখার মনোনয়নের তালিকা:

সেরা সিনেমা: গুলাবো সিতাবো, গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল, লুডো, তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র, থাপ্পড়।

সেরা পরিচালক: অনুরাগ বসু (লুডো), অনুভব সিনহা (থাপ্পড়), ওম রাউত (তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র), সুজিত সরকার (গুলাবো সিতাবো)।

সেরা অভিনেতা: অজয় দেবগন (তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র), অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো), আয়ুষ্মান খুরানা (শুভ মঙ্গল জ্যাদা সাবধান), ইরফান খান (আংরেজি মিডিয়াম), রাজকুমার রাও (লুডো), সুশান্ত সিং রাজপুত (দিল বেচারা)।

সেরা অভিনেত্রী: দীপিকা পাড়ুকোন (ছাপাক), জানভি কাপুর (গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল), কঙ্গনা রাণৌত (পাঙ্গা), তাপসী পান্নু (থাপ্পড়), বিদ্যা বালান (শকুন্তলা দেবী)।

সেরা পার্শ্ব অভিনেতা: দীপক দব্রিয়াল (আংরেজি মিডিয়াম), গজরাজ রাও (শুভ মঙ্গল জ্যাদা সাবধান), কুমুদ মিশ্রা (থাপ্পড়), পঙ্কজ ত্রিপাঠি (গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল), পঙ্কজ ত্রিপাঠি (লুডো), সাইফ আলী খান (তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র)।

সেরা পার্শ্ব অভিনেত্রী: ফারোখ জাফর (গুলাবো সিতাবো), মানবি গাগরু (শুভ মঙ্গল জ্যাদা সাবধান), নীনা গুপ্তা (শুভ মঙ্গল জ্যাদা সাবধান), রিচা চাড্ডা (পাঙ্গা), তানভি আজমি (থাপ্পড়)।

সেরা মিউজিক অ্যালবাম: ছাপাক (শংকর এহসান লয়), দিল বেচারা (এ আর রহমান), লাভ আজ কাল (প্রীতম), লুডো (প্রীতম), মালাং (একাধিক শিল্পী)।

সেরা গায়ক: অরিজিত সিং (শায়েদ, লাভ আজ কাল), অরিজিত সিং (আবাদ বরবাদ, লুডো), আয়ুষ্মান খুরানা (মেরে লিয়ে তুম, শুভ মঙ্গল জ্যাদা সাবধান), দর্শন রাবাল (মেহরামা, লাভ আজ কাল), রাঘব চৈতন্য (এক টুকরা ধুপ, থাপ্পড়), বেদ ভার্মা (মালাং, মালাং)।

সেরা গায়িকা: অন্তরা মিত্র (মেহরামা, লাভ আজ কাল), আশীষ কৌর (মালাং, মালাং), পলক মুচ্চাল (মন কি দূরী, গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল), শ্রদ্ধা মিশ্রা (মার যায়ে হাম, শিকারা), সুনিধি চৌহান (পাস নাহি তো ফেল, শকুন্তলা দেবী)।

সেরা সম্পাদনা: অজয় শর্মা (লুডো), আনন্দ সুবায়া (লুটকেস), চন্দ্রশেখর প্রজাপতি (গুলাবো সিতাবো), জ্যাকস কোমেট, ব্যাপটিস্ট রিব্রাউল্ট (স্যার), যশা পুষ্পা রামচন্দানি (থাপ্পড়)।

সেরা চিত্রগ্রহণ: অর্চিত প্যাটেল, জে আই. প্যাটেল ( পাঙ্গা), অভিক মুখোপাধ্যায় (গুলাবো সিতাবো), কেইকো নাকাহারা (তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র), সৌম্যনন্দা সাহি (ইব অ্যালে ও!), সৌমিক শর্মিলা মুখার্জি (থাপ্পড়)।

আগামী ১১ এপ্রিল ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্সে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চূড়ান্ত অনুষ্ঠান সম্প্রচার হবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়