ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা আক্রান্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদ হাসপাতালে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ৩০ মার্চ ২০২১  
করোনা আক্রান্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদ হাসপাতালে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদ। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গত ১৫ মার্চ ফরিদ আহমেদের পরিবারে ৬ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। তার মা, স্ত্রী, ভাইয়ের স্ত্রী ও ভাইয়ের ৩ সন্তানের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। ২০ মার্চ ফরিদ আহমেদ অসুস্থ হয়ে পড়েন। এরপর কোভিড-১৯ পরীক্ষা করালে রিপোর্ট নেগেটিভ আসে তার। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ২৫ মার্চ পুনরায় পরীক্ষা করালে ফল পজিটিভ আসে। এদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ফরিদ আহমেদ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডা. ফজলুল ইসলাম রিপনের তত্বাবধানে চিকিৎসা চলছে ফরিদ আহমেদের। তার স্ত্রী শিউলি আক্তার জানান, খাবারের স্বাদ-গন্ধ এখনো ঠিকমতো পাচ্ছেন না ফরিদ আহমেদ। করোনায় তার ফুসফুসের ৬০ ভাগ সংক্রমিত হয়েছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়