ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনায় আক্রান্ত আলমগীর বললেন, ‘উজ্জল ভাই আমিও...’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ২০ এপ্রিল ২০২১   আপডেট: ১৯:৩১, ২০ এপ্রিল ২০২১
করোনায় আক্রান্ত আলমগীর বললেন, ‘উজ্জল ভাই আমিও...’

‘গত কয়েক মাসে আমরা যারা সমসাময়িক একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেছি। ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে খুব শান্তিময়, আনন্দময় সময় কেটেছে। এ সময় আলমগীরের সঙ্গেও কথা হয়েছে। কিন্তু দুঃসংবাদ পিছু ছাড়ছে না! দুপুরে ফোন করে বলল, উজ্জল ভাই আমিও...। বললাম, কী? উত্তর এলো, পজিটিভ।’ 

ফোনের এ-পাশে উজ্জলের মনজুড়ে দুশ্চিন্তার ছায়া পড়লেও, ফোনের ও-পাশ থেকে শোনা গেল আলমগীরের হাসির শব্দ। উজ্জলকে সান্ত্বনা দেওয়ার জন্যই হয়তো বললেন, ‘ডাক্তারের পরামর্শ নিয়ে ইনভেস্টিগেশন করিয়েছি। ওকে... চিন্তা কইরেন না।’

এভাবেই নায়ক আলমগীরের করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ দিলেন মেগাস্টার উজ্জল।

ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার জন্য দোয়া চেয়ে উজ্জল বলেন, ‘ওর বউয়ের (রুণা লায়লা) ফেসবুক স্ট্যাটাস পড়লাম। দেখলাম দোয়া চেয়েছেন। মন তো মানে না, তাই আমিও দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত নিয়ে হাজির হলাম।’

আলমগীরের শারীরিক অবস্থার বর্ণনা করে রুনা লায়লা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন: ‘আলমগীর সাহেব এখন মোটামুটি ভালো আছেন। তার জন্য সবাই দোয়া করবেন। আমার বিশ্বাস, সবার প্রার্থনায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ আলমগীর। গত ১৮ এপ্রিল করোনা পরীক্ষা করান তিনি। এরপরই জানা যায়- তিনি করোনায় আক্রান্ত।

উল্লেখ্য গত ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) একসঙ্গে করোনার প্রথম ডোজ টিকা নেন আলমগীর ও গায়িকা রুনা লায়লা। গত ১৭ এপ্রিল তারা দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। 

 

ঢাকা/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়