ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইরফান আমার পাশেই থাকে: সুতপা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ২৮ এপ্রিল ২০২১  
ইরফান আমার পাশেই থাকে: সুতপা

বলিউড অভিনেতা ইরফান খান। ক্যানসার আক্রান্ত হয়ে গত বছর না ফেরার দেশে চলে যান তিনি। ২৯ এপ্রিল এই অভিনেতার প্রথম মৃত্যু বার্ষিকী।

ইরফানের শূন্যতা অনুভব করেন তার পরিবার ও ভক্তরা। তবে এই অভিনেতার স্ত্রী সুতপা মনে করেন আজও তার পাশেই আছেন ইরফান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাঝে মাঝে মনে হয় সবকিছু আগের মতোই আছে। তিনি (ইরফান) আমার পাশেই থাকে, শুধু শারীরিকভাবে নেই।’

তিনি আরো বলেন, ‘আমরা দু’জনই বৃষ্টি পছন্দ করি। প্রচন্ড গরমের পরদিন বৃষ্টি হলেই আমরা সেটি নিয়ে মজা করতাম। যখন জয়পুর গিয়েছিলাম অনেক গরম আবহাওয়া ছিল। কিন্তু রাতেই বৃষ্টি হলো। এটি আমার কাছে অদ্ভুত লেগেছে। মুম্বাইয়ে ফেরার পথে গুগল ম্যাপে জানতে পারি বিকল্প রাস্তায় যেতে হবে। রাস্তাটি আমার কাছে অচেনা মনে হয়। কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারি এটি টঙ্কের রাস্তা। ইরফান এখানেই বড় হয়েছে। সব সময়ই তার ইঙ্গিত পাই।’

সুতপা জানান, ইরফানের চলে যাওয়ার জন্য পরিবারের কেউ-ই প্রস্তুত ছিলেন না। কারণ চিকিৎসকরা জানিয়েছিলেন, এই ধরনের রোগীরা পাঁচ থেকে দশ বছর বেঁচে থাকেন। এছাড়া ইরফানের মেডিক্যাল রিপোর্টও স্বাভাবিক ছিল।

ইরফান পত্নী বলেন, ‘মৃত্যুকে ভয় পেতেন না ইরফান। যদিও তিনি বাঁচতে চাইতেন। একটি বন তৈরি করতে ও অনেক সামাজিক কর্মকাণ্ড করতে চেয়েছিলেন।’

নিউরোন্ডোক্রেইন রোগে ভুগছিলেন ইরফান খান। ২০১৮ সালে প্রথম এই রোগে আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। পরবর্তী সময়ে চিকিৎসা নিতে যুক্তরাজ্যে যান। কিছুটা সুস্থ হয়ে ভারতে ফিরে আসেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়