Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৮ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১৩ ১৪২৮ ||  ১৬ জিলহজ ১৪৪২

‘মানুষের সংসার কেন ভাঙবে?’

প্রকাশিত: ১৬:২২, ২৫ মে ২০২১  
‘মানুষের সংসার কেন ভাঙবে?’

দাম্পত্য কলহসহ বিভিন্ন কারণে অহরহ ভাঙছে সংসার। দুদিন আগে সংবাদমাধ্যমে ভেসে আসে চিত্রনায়িকা মাহিয়া মাহির বিয়েবিচ্ছেদের খবর। এবার সংসার ভাঙার গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ‘ঘর ভাঙা সংসার’ নামে এই সিনেমার শুটিং আগামী ১৬ জুন থেকে শুরু হবে।

সিনেমাটির গল্প প্রসঙ্গে ডিপজল বলেন, ‘নতুন সিনেমা ঘর ভাঙা সংসারের শুটিং শুরু করব। এ সিনেমার মূল বক্তব্য হচ্ছে, মানুষের সংসার কেন ভাঙবে? সংসারে দুঃখ-কষ্ট থাকবেই, তার মানে এই নয় যে, সংসার ভেঙে দিতে হবে। এ মেসেজই সিনেমার গল্পে দেওয়া হয়েছে।’

এমনিতে ঢাকাই চলচ্চিত্রের নাজুক অবস্থা, তারমধ‌্যে করোনা সংকট। সবকিছু মিলিয়ে দুঃসময় পার করছে ঢাকাই চলচ্চিত্র। এ বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন ডিপজল। তার ভাষায়—‘চলচ্চিত্রের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর গড়া চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তিনিই এগিয়ে এসেছেন। তার মতো এমন উন্নয়ন আর কেউ করেননি।’

আশাবাদ ব‌্যক্ত করে ডিপজল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিল্প মনষ্ক মানুষ। চলচ্চিত্রের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। ফলে এর আধুনিকায়নে তিনি নানা উদ্যোগ নিয়েছেন। জেলায় জেলায় আধুনিক সিনেপ্লেক্স নির্মাণ, ঋণ প্রদানের সুবিধাসহ এফডিসির প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতা প্রদানসহ বিভিন্ন প্রণোদনা সুবিধা প্রদান চলচ্চিত্রের প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসা প্রকাশিত হয়েছে। আশা করি, এসব সুযোগ-সুবিধার ফল চলচ্চিত্র দ্রুত পাবে।’

ডিপজল অভিনীত ও প্রযোজিত ‘সৌভাগ্য’ সিনেমাটি গত ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি পেয়েছে। ইতোমধ্যে ডিপজলের নতুন সিনেমা ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’-এর কাজ শেষ হয়েছে। এগুলো পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে বলে জানান এই অভিনেতা।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়