ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরীমনির লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়

প্রকাশিত: ১৫:৪১, ১৫ জুন ২০২১   আপডেট: ১৫:৫৩, ১৫ জুন ২০২১
পরীমনির লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়

ঘটনার চারদিন পর বাধ্য হয়ে প্রতিকার চেয়ে ফেইসবুক স্ট্যাটাস, সংবাদ সম্মেলন, মামলা এবং এরপরই মূল অভিযুক্ত আটক- সবকিছু মিলিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি।

একইসঙ্গে এই লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। সময়ের আলোচিত এই চিত্রনায়িকা ফেইসবুক স্ট্যাটাস এবং গণমাধ্যমে বলেছেন, ‘ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার নাসির উদ্দিন মাহমুদের সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব। আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন বলেই নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ। আইনের প্রতি আমার আস্থা রয়েছে।’

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরীমনি বলেন, ‘যাকে আমি মা বলেছি তিনি আমার দায়িত্ব নিয়েছেন। আমার এখন কোনো ভয় নেই।’

এদিকে ‘স্বপ্নজাল’খ্যাত এই নায়িকা ফেইসবুকে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন: ‘আমার বিশ্বাস আমার আস্থা ভুল ছিলো না। আইন সবার উপরে। শুধু সেই সঠিক জায়গায় পৌঁছানোটাই যত কষ্ট! আইনশৃঙ্খলা বাহিনী, সকল সাংবাদিক, সকল সহকর্মী এবং দেশের মানুষ যারা আমার এই দুঃসময়ে আমার পাশে ছিলেন, আছেন আমি সবার প্রতি আজীবন কৃতজ্ঞ। আপনারাই আমার সাহস। আসামীদের গ্রেফতার করা হয়েছে। এখন আমার চাওয়া আসামীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।’

কোনোভাবেই মানুষ যেন আর কোনো মেয়েকে এভাবে নির্যাতন, অপমান করার সাহস না পান উল্লেখ করে পরীমনি হার না মেনে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 
 

রাহাত সাইফুল/তারা

সর্বশেষ

পাঠকপ্রিয়