ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনুমতি পেলো ‘লকডাউন’

প্রকাশিত: ১৬:৩৯, ২৭ জুন ২০২১  
অনুমতি পেলো ‘লকডাউন’

তরুণ চলচ্চিত্র নির্মাতা শাহ আলম মন্ডল। চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমা নির্মাণ করেন। এই নির্মাতার হাত ধরেই রুপালি পর্দায় পরীমনির অভিষেক। এরপর ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ সিনেমা নির্মাণ করেন এই পরিচালক। এবার নবাগত এক নায়িকাকে নিয়ে নির্মাণ করলেন ‘লকডাউন’ নামে একটি সিনেমা।

এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল অভিনেতা ইমন। এরই মধ্যে দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। সম্প্রতি সিনেমাটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। রাইজিংবিডিকে এ তথ‌্য জানিয়েছে সেন্সর বোর্ডের একটি সূত্র।

আরো পড়ুন:

শাহ আলম মন্ডল রাইজিংবিডিকে বলেন, ‘‘অনেকটা নিরবেই ‘লকডাউন’র শুটিং শেষ করেছি। এতে নতুন এক নায়িকা অভিনয় করেছেন। ইচ্ছে ছিলো আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানোর। ১০ জুলাই তারিখও ঠিক করেছিলাম। কিন্ত লকডাউনের কারণে তা আর হচ্ছে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ভালো দিনক্ষণ দেখে সংবাদ সম্মেলন করে সিনেমাটির মুক্তির তারিখ জানাবো।’’

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়