ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিতর্কে অভিনেত্রী কিয়ারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ১০ জুলাই ২০২১   আপডেট: ১১:২৪, ১০ জুলাই ২০২১
বিতর্কে অভিনেত্রী কিয়ারা

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। অভিনয় ক্যারিয়ারে বর্তমানে বেশ ভালো সময় পার করছেন। কিন্তু ব্যক্তিগত জীবনে বিতর্কে তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, কিয়ারার গাড়ির দরজা খুলে দিচ্ছেন একজন বয়স্ক ব্যক্তি। তাকে সালামও দিচ্ছেন। কিন্তু তাকে অবজ্ঞা করেই গাড়ি থেকে নেমে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাড়ির দিকে হেঁটে চলে গেলেন কিয়ারা।

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই ভিডিওটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনেকেই কিয়ারার এই ব্যবহারের নিন্দা করেছেন। একজন লিখেছেন, ‘বাবার থেকেও বেশি বয়সের মানুষের থেকে সালাম নিচ্ছেন?’ অপর একজন মন্তব্য করেছেন, ‘একটা দরজা খুলতে পারেন না? মানুষটার বয়স তো দেখুন!’ তবে কেউ কেউ আবার এই অভিনেত্রীকেও সমর্থন করে লিখেছেন, ‘বয়স যাই হোক, কাজ তো কাজই।’

বর্তমানে কিয়ারা বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। ‘ভুল ভুলাইয়া-টু’, ‘শেরশাহ’, ‘জুগ জুগ জিও’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়