ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন ওয়েব সিরিজে ফারিন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ১৯ আগস্ট ২০২১  
নতুন ওয়েব সিরিজে ফারিন

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। ২০১৭ সালে মায়ের ইচ্ছায় অভিনয়ে নাম লেখান তিনি। তারপর অসংখ‌্য নাটক-টেলিফিল্মে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। টিভি নাটকের পাশাপাশি ওটিটি প্ল‌্যাটফর্মেও নাম লেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এদিকে আরো নতুন একটি ওয়েব সিরিজে নাম লেখালেন ফারিন। শুধু তাই নয়, এরই মধ‌্যে শুটিংও শুরু করেছেন এই নায়িকা। তবে এ বিষয়ে এখনি বিস্তারিত জানাতে নারাজ। ফারিন বলেন—‘আজ থেকে নতুন একটি ওয়েব সিরিজের কাজ শুরু করেছি। তবে এ নিয়ে এখনই কিছু বলতে চাই না।’

আরো পড়ুন:

ঈদুল আজহায় ফারিন অভিনীত প্রায় দুই ডজন নাটক-টেলিফিল্ম প্রচার হয়েছে। তার মধ্যে বেশ কিছু নাটক থেকে বেশ ভালো সাড়া পেয়েছেন তিনি। তাই আপাতত অনেক কাজ হাতে নেওয়ার পরিকল্পনা নেই। তার ভাষায়—‘এখন আর চাপ নিয়ে কাজ করতে চাই না। ঈদের আগে অনেক কাজ করেছি। এখন সেই প্রেসারটা নেই, তাই খুব বেশি কাজ করবো না। ভালো কিছু পেলেই তবেই করবো।’

এদিকে ফারিন অভিনীত ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মটি বৃহস্পতিবার (১৯ আগস্ট) ওটিটি প্ল‌্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। চার বন্ধুর গল্প নিয়ে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের কাহিনি।

এ বিষয়ে ফারিন বলেন, ‘সিনেমার আদলে এটি নির্মাণ করা হয়েছে। ফিল্মটি দেখলে বন্ধুত্বের অনেক কিছু চোখের সামনে ফুটে উঠবে। আমার প্রথম কাজের মতো এটিও সবার ভালো লাগবে বলেই আশা করছি।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়