ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সফেদ সমুদ্রে লাল পরি মেহজাবীন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৩০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২১
সফেদ সমুদ্রে লাল পরি মেহজাবীন

জলকেলিতে ব‌্যস্ত মেহজাবীন

উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে তীরে। জলের উঠা-নামার খেলায় তাতে জমেছে সফেদ ফেনা। এই জলে পা ডুবিয়ে বসে আছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার পরনে লাল রঙের জামা। দুধে-আলতা শরীরে ঝিলিক দিচ্ছি স্নিগ্ধতা। তার চোখে-মুখে জলের মতোই খেলা করছে উচ্ছ্বাস। এ যেন সমুদ্রে নেমেছে লাল পরি!

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে বেশ কটি ছবি পোস্ট করেছেন। তাতে এমন রূপে দেখা যায় তাকে। ক‌্যাপশনে লিখেছেন—‘সমুদ্রের তীরে।’ পাশাপাশি এ-ও জানিয়েছেন ছবিটি কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা। প্রিয় অভিনেত্রীকে এমন রূপে দেখে প্রশংসা করছেন তার ভক্তরা। এক ঘণ্টার মধ‌্যে ছবিতে রিঅ‌্যাক্ট পড়েছে ৫৫ হাজারের বেশি। মন্তব‌্য পড়েছে প্রায় ৬ হাজার।

আরো পড়ুন:

হানিফ নামে একজন লিখেছেন, ‘সৈকতে এই পোশাকে আপনাকে দেখে বিস্মিত। সত‌্যি আপনি অন‌্যরকম। ভালো একজন অভিনেত্রীর পাশাপাশি আপনি একজন ভালো মানুষও।’ খোকন পারভেজ নামে একজন লিখেছেন, ‘লাল পরি নেমেছে জলপরি হওয়ার জন্য।’ এমন অসংখ‌্য মন্তব‌্য ভরে আছে কমেন্ট বক্স।

পরিবারের সঙ্গে মেহজাবীন চৌধুরী

বছর জুড়েই শুটিং নিয়ে ব‌্যস্ত সময় পার করেন মেহজাবীন চৌধুরী। সময় পেলেই পরিবার নিয়ে অবকাশ যাপনের জন‌্য উড়ে যান বিভিন্ন স্থানে। মাঝে মধ‌্যে দেশের বাইরে যেতেও দেখা যায় তাদের। তারই ধারাবাহিকতায় কয়েক দিন আগে পুরো পরিবারসহ কক্সবাজারে গিয়েছেন মেহজাবীন চৌধুরী। পরিবারের সঙ্গে কাটানো কোয়ালিটি টাইমের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন এই অভিনেত্রী। আজই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়