ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্ষোভ উগড়ে দিলেন অর্ষা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ১ অক্টোবর ২০২১   আপডেট: ১৪:০১, ১ অক্টোবর ২০২১
ক্ষোভ উগড়ে দিলেন অর্ষা

নাট‌্যনির্মাতা অরণ‌্য আনোয়ার নির্মাণ করছেন তার প্রথম চলচ্চিত্র ‘মা’। গত ২৯ সেপ্টেম্বর এ সিনেমায় চুক্তিবদ্ধ হন পরীমনি। কিন্তু খবরটি প্রকাশ‌্যে আসার পর ক্ষোভ উগড়েছেন আরেক অভিনেত্রী নাজিয়া হক অর্ষা।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ফেসবুক স্ট‌্যাটাসে নাজিয়া হক অর্ষা বলেন—‘খুব সিনিয়র একজন পরিচালক, সবাই তাকে চেনেন। কিছুদিন আগে একটা সিনেমা করবেন বলে আমাকে নক করেন। তার ক্যারেক্টারটার জন্য আমাকেই লাগবে বলে জানান। আমি বললাম, এত হুট করে সিনেমার ডেট ম্যানেজ করা তো কঠিন। এরপর পরিচালক অনেক অনুরোধ করলে আমি রাজি হই। সব শিডিউল শাফল করি, তিন দিন পর আমাদের মিটিং হবার কথা। আজকে উনি আমাকে বলেন, টেকনিক্যাল ইস্যুর কারণে কাজটা হচ্ছে না, ডেট ক্যান্সেল করতে হচ্ছে। পরে ডেট মিলাতে পারলে উনি আমাকে নক করবেন।’

আরো পড়ুন:

পরিচালক মেসেজে অর্ষাকে শিডিউল ডেট বাতিল করার কথা জানান। তা জানিয়ে অর্ষা বলেন, ‘মেসেজটি পরার আগেই আমি নিউজ দেখলাম যে আমার পরিচালক গতকাল একজন জনপ্রিয় নায়িকাকে লক করেছেন তার সিনেমার জন‌্য। ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? আর শুটিং হবে জানুয়ারিতে কারণ এর আগে ওই নায়িকার ডেট ফাঁকা নেই। কাজ নাই হতে পারে কিন্তু মিথ্যা আর অসততা দিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না, তবু শুভ কামনা আপনার অসততা আর প্রথম সিনেমার জন্য।’

অর্ষা তার স্ট‌্যাটাসে সিনেমা ও পরিচালকের নাম উল্লেখ করেননি। এ বিষয়ে অর্ষার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘মা’ সিনেমার জন‌্য তাকে লক করেছিলেন পরিচালক অরণ‌্য আনোয়ার। এমন মিথ‌্যাচারে বিস্ময় প্রকাশ করেন অর্ষা।

১৯৭১ সালে সাত মাসের মৃত সন্তানকে নিয়ে অসহায় এক মায়ের করুণ সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘মা’ সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে। সেই মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমনি। আগামী জানুয়ারি মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। এটি যৌথভাবে প্রযোজনা করছেন পুলককান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়