Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৯ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৫ ১৪২৮ ||  ২২ রবিউস সানি ১৪৪৩

দেবের নামে চায়ের দোকান

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ২৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:০২, ২৮ অক্টোবর ২০২১
দেবের নামে চায়ের দোকান

কলকাতার অনেক গলিতে রয়েছে বলিউড অভিনেতা সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমারের নামে ক্লাব। এবার টলিউড অভিনেতা দেবের নামে খুললেন একটি চায়ের দোকান। ‘দেব অ‌্যান্ড টি’ নামের সেই চায়ের দোকানের ছবি ছড়িয়ে পড়েছে সোশ‌্যাল মিডিয়ায়।

জানা যায়, দেবের নামে এই চায়ের দোকান তৈরি করেছেন অর্ণব গুহ নামে এক যুবক। অর্ণব যে দেবের একনিষ্ঠ ভক্ত, তা দোকান দেখে সহজেই বোঝা যাচ্ছে। অর্ণব গুহ পেশায় ফটোগ্রাফার। তাই অর্ণবের এই চায়ের দোকানে যে দেবের নানারকম ছবি দেখা যাবে তা বলাই বাহুল্য।

শুধু ছবি নয়, চায়ের দিকেও নজর রাখছেন অর্ণব। চা প্রেমীদের দোকানে টানতে নানা ধরনের চায়ের আয়োজন করেছেন তিনি। ১৫ রুপি থেকে শুরু করে ২৫ রুপি পর্যন্ত নানারকমের চা মিলবে এই দোকানে। তন্দুর চা, কেশর চা, এলাচ চা, মালাই চা সব পাওয়া যায় অর্ণবের এই দোকানে।

দেব ভক্ত অর্ণবের এই দোকান কলকাতা শহরের গুরুত্বপূর্ণ মোড় রুবির কাছে অবস্থিত। দোকানের ছবি পোস্ট করে অর্ণব লিখেছেন—‘নতুন শুরু, নতুন আশা।’

গত দুর্গাপূজায় মুক্তি পেয়েছে দেব অভিনীত আলোচিত সিনেমা ‘গোলন্দাজ’। করোনা পরবর্তীতে সিনেমাটি দারুণ ব্যবসা করেছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়