ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

‘স্বপ্নেও ভাবিনি আমার অভিনীত সিনেমার নাম বিসিএস-এর প্রশ্নে থাকবে’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ২৯ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:১৪, ২৯ অক্টোবর ২০২১
‘স্বপ্নেও ভাবিনি আমার অভিনীত সিনেমার নাম বিসিএস-এর প্রশ্নে থাকবে’

শুক্রবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ৪৩তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা। দেশের সরকারি চাকরি প্রত্যাশী তরুণ-তরুণীদের জন্য এই পরীক্ষা গুরুত্বপূর্ণ। ফলে চাকরিপ্রত্যাশীদের এই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তুমুল আগ্রহ থাকে। তবে এবারের পরীক্ষার প্রশ্নপত্রে একটি প্রশ্ন সবার নজর কেড়েছে। এক নম্বর সেটের ৮৭ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে—

‘রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন— 
১. জেরেমি চুয়া। 
২. আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। 
৩. রাজীব মহাজন। 
৪. আজমেরী হক বাঁধন।

বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানিত করা এই চলচ্চিত্রের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। শোবিজ অঙ্গনের অনেকেই এই প্রশ্নের ছবি ফেইসবুকে শেয়ার করে গর্বের অনুভূতি প্রকাশ করছেন। গুণী নির্মাতা শিহাব শাহীন প্রশ্নের ছবি শেয়ার করে লিখেছেন: ‘বাহ! আজকের বিসিএস পরীক্ষায় প্রশ্ন ছিল এটি!’ পরিচালক নোমান রবিন লিখেছেন: ‘আমি এ জন্য গর্বিত।’ 

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের গল্প গড়ে উঠেছে একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। এই চরিত্রে অভিনয় করে শুধু দেশে নয়, কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছেন আজমেরী হক বাঁধন।

শুক্রবার দুপুরে রাইজিংবিডির সঙ্গে কথা বলেন বাঁধন। বিসিএস-এর প্রশ্নে ‘রেহানা মরিয়ম নূর’ জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেত্রী। বাঁধন বলেন, ‘আমি প্রশ্নটি দেখেছি। দেখে খুব ভালো লেগেছে! আমারও বিসিএস দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয়নি। তবে এটা কখনো স্বপ্নেও ভাবিনি আমার অভিনীত সিনেমার নাম সেই বিসিএস-এর প্রশ্নে থাকবে। সত্যি বলতে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আমার খুব ভালো লেগেছে!’

আগামী ১২ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বাঁধন বলেন, ‘‘দেশের মানুষ ‘রেহানা মরিয়ম নূর’-কে যেভাবে ভালোবেসে, এর অর্জনে আনন্দিত হয়েছেন, আশা করছি তারা হলে গিয়েও সেভাবে আমাদের পাশে থাকবেন।’’   

আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এই চলচ্চিত্র ৭৪তম কান উৎসবের আঁ সার্তে রিগা বিভাগের জন্য নির্বাচিত হয়। পুরস্কার না জিতলেও দারুণ প্রশংসা কুড়ায় উৎসবে। বাঁধন ছাড়াও সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

 

ঢাকা/তারা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ