ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাড়ি চালানো শিখতে গিয়ে আহত কাঁচা বাদাম’র গায়ক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫২, ১ মার্চ ২০২২   আপডেট: ০২:৪২, ১ মার্চ ২০২২
গাড়ি চালানো শিখতে গিয়ে আহত কাঁচা বাদাম’র গায়ক

গাড়ি চালানো শিখতে গিয়ে আহত হয়েছেন কাঁচা বাদাম খ্যাত গায়ক ভুবন বাদ্যকর। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন ভুবন। ওই গাড়ি চালানো শিখতে গিয়েই দুর্ঘটনা ঘটে। আহত গায়ককে পশ্চিমবঙ্গের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুবন বলেন, গাড়ি চালানো শিখতে একটি পুরনো গাড়ি কিনেছিলাম। বিকেলে সেটি চালানো অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা মারে।

উল্লেখ্য, সম্প্রতি বাদাম বিক্রেতা থেকে গায়ক হিসেবে জনপ্রিয় হয়ে উঠেন ভুবন বাদ্যকর। তার কাঁচা বাদাম বিক্রির সুর জনপ্রিয় হয়ে উঠে ভারতসহ বাংলাদেশেও।

কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়