ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি কেবল রূপ আর শরীর নই: জেরিন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ২ মে ২০২২   আপডেট: ১৯:৪১, ২ মে ২০২২
আমি কেবল রূপ আর শরীর নই: জেরিন

বলিউড অভিনেত্রী জেরিন খান। মডেল হিসেবেও তার খ্যাতি রয়েছে। ২০১০ সালে সালমান খান তাকে বলিউডে নিয়ে আসেন। ‘বীর’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। এ সিনেমায় সালমান খানের নায়িকা ছিলেন তিনি। 

তারপর আরো বেশ কয়েকটি সিনেমায় সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে। কিন্তু বিগত কয়েক বছর ধরে এ অভিনেত্রীর হাতে কোনো সিনেমা নেই। ইন্ডাস্ট্রিতে পছন্দ মতো চরিত্রে কাজ পাচ্ছেন না জেরিন খান। সিনেমা কিংবা ওয়েব সিরিজ- কোনো কিছুতেই পছন্দমতো কাজ পাচ্ছেন এ অভিনেত্রী। ২০১৯ সালে ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’ সিনেমায় শেষ তাকে দেখা গেছে। তার আগে ‘হেট স্টোরি-থ্রি’ সিনেমায় শরীরী জাদুতে সবার মনে শিহরণ জাগিয়েছিলেন তিনি। 

আরো পড়ুন:

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন জেরিন। তিনি বলেন, ‘অন্তত আমায় নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেওয়া হোক। এমন চরিত্রের প্রস্তাব কেন আসছে, যেগুলোয় আমার কোনো ভূমিকাই নেই শুধু মুখ দেখানো ছাড়া?’

সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে এই অভিনেত্রী বলেন, মহিলাদের জন্য উপযোগী কত ভালো ভালো চরিত্র তৈরি হয়। কত শক্তিশালী ভূমিকা থাকে। কিন্তু সে সবে তিনি ডাক পান না।

অভিনেত্রীর আফসোস, তিনি সেভাবে সুযোগ পাচ্ছেন না। তার ওপর বিশ্বাস রাখছে না বলিউড। মানুষ কেবল তাকে রূপের পসরা সাজিয়ে পর্দায় পুতুল হয়ে বসে থাকতে দেখেছেন। তার অভিনয় ক্ষমতা দেখেননি।

৩৪ বছরের জেরিন তাই এবার কোমর বেঁধে নামতে চান অভিনয়ে। তার মতে, ‘আমি কেবল রূপ আর শরীর নই। তার চেয়ে অনেক বেশি কিছু। এবার সেটাই প্রমাণ করার সময় এসেছে।’

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়