ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪টা নয়, ৭টায় শুরু হবে কোক স্টুডিও কনসার্ট

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ৯ জুন ২০২২   আপডেট: ১৭:৪৯, ৯ জুন ২০২২
৪টা নয়, ৭টায় শুরু হবে কোক স্টুডিও কনসার্ট

আগামী নভেম্বরে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। এ উপলক্ষ্যে ফিফা ট্রফির বিশ্বভ্রমণ শুরু হয়েছে। গতকাল বাংলাদেশে এসেছে ট্রফিটি। এ জন্য কোক স্টুডিও একটি কনসার্টের আয়োজন করছে। আজ রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। সব আয়োজন শেষ হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে কনসার্ট শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন কোক স্টুডিও কর্তৃপক্ষ।

বিকাল ৪টায় কনসার্ট শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু বিকাল ৪টায় শুরু হচ্ছে না কনসার্টটি। এ বিষয়ে গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী সৈয়দ গাওসুল আলম শাওন জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, বিকেল ৫টায় গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭টায়।

আরো পড়ুন:

এ কনসার্টের মূল আকর্ষণ ব্যান্ড তারকা জেমস। এ ছাড়া মমতাজ, ব্যান্ড তারকা মিজান, শায়ান চৌধুরী অর্ণব, পান্থ কানাই প্রমুখের অংশ নেওয়ার কথা। ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট। এ কনসার্টে গিয়ে ফিফা বিশ্বকাপের ট্রফিও দেখার সুযোগ পাবেন দর্শকরা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়