ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘অনেকেই বলছেন, হিন্দি সিনেমা শেষ হয়ে গেছে’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ২৩ জুন ২০২২   আপডেট: ১৬:০৪, ২৩ জুন ২০২২
‘অনেকেই বলছেন, হিন্দি সিনেমা শেষ হয়ে গেছে’

জনপ্রিয় বলিউড নির্মাতা রোহিত শেঠি। সম্প্রতি বলিউড বনাম দক্ষিণী সিনেমা নিয়ে যে বিতর্ক চলছে সেই প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি।

এক সাক্ষাৎকারে রোহিত শেঠি বলেছেন, ‘সব সময় একটা করে নতুন বিতর্ক তৈরি হয়ে যায়। ছয় মাস আগে বলিউডের স্বজনপ্রীতি নিয়ে বিতর্ক ছিল। এখন নতুন বিষয় বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রি। অনেকেই বলছেন, হিন্দি সিনেমা শেষ হয়ে গেছে। আপনারা কেন আমাদের দুই ভাগ করে দেওয়ার চেষ্টা করছেন? আমরা সবাই এক। আমাদের ভালো সিনেমা তৈরি করতে হবে।’

সম্প্রতি বলিউডের কোনো সিনেমা বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। ‘কাশ্মির ফাইলস’, ‘ভুলভুলাইয়া টু’ সিনেমা দু’টি সাফল্য পেলেও দক্ষিণের ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘ট্রিপল আর’, ‘কেজিএফ: চ্যাপ্টার টু’-এর তুলনায় খুব বেশি নয়। দক্ষিণী সিনেমাগুলো রীতিমতো বক্স অফিসে দাপট দেখিয়েছে। এতে অনেকেই মনে করছেন বলিউডের রাজত্ব শেষ হতে চলেছে। তবে বলিউডের অনেক কলাকুশলী তা মানতে রাজি নন। রোহিতও সেই দলে।

রোহিত শেঠি পরিচালিত সর্বশেষ সিনেমা ‘সূর্যবংশী’। গত বছর করোনা মহামারির পর মুক্তি পাওয়া সিনেমাগুলোর একটি ছিল এটি। বক্স অফিসে বেশ ভালো ব্যবসাও করে। বর্তমানে অ্যামাজন প্রাইমের ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজের শুটিং করছেন। এতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা ও শিল্পা শেঠিকে। পাশাপাশি ‘সিংহাম-থ্রি’ সিনেমার কাজ শুরু করেছেন এই নির্মাতা।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ