ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সবাই আছেন, শুধু নেই শাকিব-পূজা!

প্রকাশিত: ১৭:৪৩, ১৬ অক্টোবর ২০২২   আপডেট: ১৭:৪৭, ১৬ অক্টোবর ২০২২
সবাই আছেন, শুধু নেই শাকিব-পূজা!

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসেছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। এতে আমন্ত্রণ পেয়েছেন দেশের একঝাঁক তারকা। এ তালিকায় শাকিব খান-পূজা চেরিও ছিলেন। অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন দেশের একঝাঁক তারকা। সবাই উপস্থিত থাকলেও শুধু নেই শাকিব-পূজা! সব চূড়ান্ত হওয়ার পরও শেষ পর্যন্ত অস্পষ্ট কারণে তারা দু’জনেই সফরটি বাতিল করেন।

গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে আসছে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’। সেই ধারাবাহিকতায় ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স জ্যামাইকার অ্যামাজুরা হলে বসবে এবারের পুরস্কার প্রদানের আসর। সেখানে পারফর্ম করতে ও সম্মাননা স্মরক গ্রহণ করতে ঢাকা থেকে উড়ে গেছেন তারকারা। এ তালিকায় রয়েছেন— চঞ্চল চৌধুরী, তাহসান খান, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিণ, শাহনাজ খুশি, ইমন, পলাশ, ফারিয়া শাহরীন প্রমুখ।

আরো পড়ুন:

নিউ ইয়র্কে পৌঁছানের পর তারকাদের রেড কার্পেট সংবর্ধনা দিয়েছে আয়োজকরা। বাহারি ডিজাইনের গাউন পরে লালগালিচায় হাঁটতে দেখা গেছে মেহজাবীন, তিশা, ফারিণ, ফারিয়া শাহরীনদের। এ অনুষ্ঠানে যোগ দিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, ‘দুই দশক ধরে এই আয়োজনের মাধ্যমে আমাদের সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটানো হচ্ছে। আমি চাই এটি আরো একশ বছর চলুক।’

অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিক। এর প্রধান আলমগীর খান আলম বলেন, ‘দর্শকের কথা বিবেচনা করে এবারের আসর হচ্ছে সবচেয়ে বড় পরিসরে। জ্যামাইকার অ্যামাজুরা হলের সুবিশাল অডিটোরিয়ামে আমরা আয়োজনটি করছি। বাংলাদেশ ও বহির্বিশ্ব মিলিয়ে প্রায় ৩০ জন তারকা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এর মধ্যে অন্যতম হলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি।’

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়