ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

দশ দিন কেটে গেলেও জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার, মায়ের আকুতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ১১ নভেম্বর ২০২২   আপডেট: ১৯:১৮, ১১ নভেম্বর ২০২২
দশ দিন কেটে গেলেও জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার, মায়ের আকুতি

দশ দিন কেটে গেলেও জ্ঞান ফিরেনি ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। গত ১ নভেম্বর রাতে তার স্ট্রোক হয়। কলকাতার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে। মাঝে জ্বর কমায় আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু শুক্রবার (১১ নভেম্বর) ফের জ্বর এসেছে নায়িকার। ফলে বিষয়টি নিয়ে কিছুটা চিন্তায় পড়েছেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এখনো ‘সি প্যাপ’ সাপোর্টে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। ১০ দিন কেটে গেলেও তার জ্ঞান ফিরেনি। গত মঙ্গলবার জানা যায়, আবারো তার শরীরে নতুন সংক্রমণ ধরা পড়েছে। কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে তা অনেকটা নিয়ন্ত্রণে ছিল। এখন জ্বর আসাটা ভালো লক্ষণ নয় বলে মনে করছেন চিকিৎসকরা।

এদিকে মেয়ের সুস্থতার জন্য ফেসবুক পোস্টে সবার কাছে দোয়া চেয়েছেন শিখা শর্মা। তিনি লিখেন, ‘আমার সন্তানের জন্য, ঐন্দ্রিলার দ্রুত সুস্থতার জন্য যে যার দেবতা, আল্লাহর কাছে দোয়া করুন। আমার মতো মায়ের কাতর আবেদন রইলো।’

২০১৫ সালে টেন্টস নামক বিরল ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। প্রায় দেড় বছরের লড়াই শেষে ক্যানসার জয় করেন তিনি। ১৬টি কেমোথেরাপি ও ৩৩টি রেডিয়েশনের পর সুস্থ হন এই অভিনেত্রী। গত বছরের ২৩ ফেব্রুয়ারি ঐন্দ্রিলার ডান ফুসফুসে টিউমার ধরা পড়ে। এরপর আবারো মরণব্যাধি ক্যানসার থাবা বসায় অভিনেত্রীর শরীরে। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে পর্দায় ফিরেন এই অভিনেত্রী।

ক্যানসার জয় করে ‘ভাগাড়’ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ঐন্দ্রিলা। চলতি মাসে তার দিল্লি যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী শুটিং থেকে ছুটিও নিয়েছিলেন। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন এই নায়িকা।

ছোটপর্দায় ‘ঝুমুর’-এর সঙ্গে ঐন্দ্রিলার ক্যারিয়ার শুরু। এরপর ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ঐন্দ্রিলা। সিরিয়ালের পাশাপাশি ‘শেষ থেকে শুরু’ সিনেমায় অভিনেতা জিতের বোনের ভূমিকায় দেখা যায় ঐন্দ্রিলাকে। এছাড়াও পরিচালক অমিত দাসের পরবর্তী সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে তার অভিনয়ের কথা ছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়