ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিঠি পেয়ে জায়েদ খান বললেন ‘সত্যের জয় হয়েছে’

প্রকাশিত: ১৭:৫৫, ১৯ মে ২০২৪  
চিঠি পেয়ে জায়েদ খান বললেন ‘সত্যের জয় হয়েছে’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তিনবারের সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ বাতিল করেছে বিদায়ী কমিটি। সে সময় বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠে। শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটি জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেন জায়েদ খান নিজেই। 

শিল্পী সমিতির চিঠি হাতে পেয়ে জায়েদ খান বলেন, সত্যের জয় সব সময়। নিপুণ নিজে অবৈধ প্রক্রিয়ায় দায়িত্ব পালন করেছে। সে অবৈধভাবে আমার সদস্যপদ বাতিল করেছে। নতুন কমিটি এসে বিষয়টি তদন্ত করেছে। আমার কাছে ব্যাখ্যা চেয়েছে, আমি দিয়েছি। এরপরই তারা আমার সদস্যপদ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, শনিবার (১৮ মে) জায়েদ খানকে এক চিঠির মাধ্যমে তার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিষয়টি জানায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। রোববার (১৯ মে) সেই চিঠি হাতে পান এই চিত্রনায়ক।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। তবে প্রায় মাস খানেক পর ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।

ঢাকা/রাহাত/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়