ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুক্তির এক বছর পরও ৭৭৪ পর্দায় চলছে ‘পুষ্পা’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৫:১৯, ২ জানুয়ারি ২০২৩
মুক্তির এক বছর পরও ৭৭৪ পর্দায় চলছে ‘পুষ্পা’

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। ২০২১ সালের ১৭ ডিসেম্বর ভারতে মুক্তি পায় এটি। সুকুমার পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ায়।

‘পুষ্পা’ মুক্তির পর কেটে গেছে এক বছরের বেশি সময়। কিন্তু এখনো সিনেমাটির জয়রথ থামেনি। বরং রাশিয়াতে সাড়ে সাতশর বেশি পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

আরো পড়ুন:

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৮ ডিসেম্বর আল্লু অর্জুন-রাশমিকা অভিনীত ‘পুষ্পা’ সিনেমা রাশিয়াতে মুক্তি পায়। সেখানে ৭৭৪টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এখন পর্যন্ত এটি আয় করেছে ১.০২ কোটি রুবল (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৪ লাখ টাকার বেশি)। রাশিয়ান ভাষায় ডাবিং করা ভারতীয় সিনেমা হিসেবে এটি প্রথম এত অর্থ আয় করেছে।

দর্শকপ্রিয়তা মাথায় রেখে নির্মিত হচ্ছে ‘পুষ্পা টু’। দ্বিতীয় পার্টে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। চলতি বছরে মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়