ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিবি অফিসে নায়ক শাকিব

প্রকাশিত: ১৫:৪০, ১৯ মার্চ ২০২৩   আপডেট: ১৫:৫৪, ১৯ মার্চ ২০২৩
ডিবি অফিসে নায়ক শাকিব

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ–প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে গতকাল রাতে রাজধানীর গুলশান থানায় গিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। এবার কথিত সেই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছেন এই সুপারস্টার।

রোববার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান শাকিব খান। সেখানে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন বলে জানা যায়।

আরো পড়ুন:

শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামে এক প্রযোজক। এই প্রযোজকের নামে মানহানির মামলা করতে গতকাল রাতে গুলশান থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। শাকিবকে মামলাটি আদালতে করার পরামর্শ দেয় পুলিশ।

গতকাল এ বিষয়ে শাকিব খান বলেন, আমাদের সঙ্গে কোনো ক্রাইম হলে আমরা প্রথমে থানায় যাই। তাই এখানে আসছি। আমি পরামর্শ নিয়েছি। ওনারা কোর্টে মামলা করার পরামর্শ দিয়েছেন। আমি সেটাই করব। লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে আলাপ করে কোর্টে মামলা করব।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়