ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুক্তি পেল অনন্ত জলিলের নতুন সিনেমার টিজার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ১২ এপ্রিল ২০২৩   আপডেট: ২০:৪৫, ১২ এপ্রিল ২০২৩
মুক্তি পেল অনন্ত জলিলের নতুন সিনেমার টিজার

ঢাকাই সিনেমার আলোচিত জুটি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে এই জুটির নতুন সিনেমা ‘কিল হিম’।

এতোদিন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করলেও, ‘কিল হিম’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার মতো নিজস্ব প্রযোজনার বাইরে কোন সিনেমায় অভিনয় করেছেন এ তারকা দম্পতি।

আরো পড়ুন:

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় এ সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে। ১ মিনিট ২ সেকেন্ডের টিজারে অ্যাকশন অবতারে দেখা গেছে অনন্ত জলিলকে। এক ঝলক করে দেখা গেছে বর্ষা, মিশা সওদাগর ও রুবেলকেও।

‘কিল হিম’ সিনেমায় অনন্ত অভিনয় করেছেন কিলার চরিত্রে এবং তার স্ত্রী বর্ষাকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। অনন্ত-বর্ষা ছাড়াও অ্যাকশন ঘরানার এ সিনেমায় অভিনয়ে আছেন রুবেল, মিশা সওদাগর, কলকাতার রাহুল দেবসহ অনেকে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন ইকবাল।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়