ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের নাচ নিয়ে ব্যস্ত রিয়া

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ৩ জুন ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
ঈদের নাচ নিয়ে ব্যস্ত রিয়া

বিনোদন প্রতিবেদক
ঢাকা, ৩ জুন :  আসছে ঈদে বেশ কয়টি অনুষ্ঠানে নাচ নিয়ে হাজির হবেন নৃত্যশিল্পী রিয়া। বহুমুখী প্রতিভার অধিকারী রিয়া মিডিয়ার অনেক মাধ্যমেই কাজ করেছেন।

নৃত্যশিল্পীর পাশাপাশি তিনি একজন মডেল, অভিনেত্রী ও উপাস্থাপক হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছেন ছোট পর্দার দর্শকদের কাছে।

তবে ইদানীং তাকে উপস্থাপনাতেই বেশি ব্যাস্ত থাকতে দেখা যায়। আসন্ন ঈদকে কেন্দ্র করে আবারও নিজের পরিচয়ে ফিরছেন রিয়া। ঈদে চারটি নৃত্যানুষ্ঠানে অংশ নেবেন তিনি।

চ্যানেল নাইন, বাংলাভিশন, বৈশাখী টিভিসহ আরও একটি চ্যানেলে দেখা যাবে রিয়ার নাচ।

এ নিয়ে রিয়া বলেন,‘অনেক দিন দেশে ছিলাম না। ব্যক্তিগত কাজে আমেরিকায় গিয়েছিলাম। এখন  ব্যস্ততা খুবই কম। শুধু বাংলাভিশনে নিয়মিত একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি।

নতুন করে কোনো বিজ্ঞাপন কিংবা নাটকে অভিনয় করছি না। আসছে ঈদে অনেক চ্যানেলেই নাচ করব। তাই এই সময়টাতে নাচ নিয়েই ব্যস্ত আছি।  

ভাল লাগছে অনেকদিন পর নাচ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে পারব বলে।’

উল্লেখ্য, রিয়া দীর্ঘদিন ধরেই টিভি চ্যানেল বংলাভিশনে `নাচো বাংলাদেশ নাচো` শিরোনামে একটি নৃত্য প্রতিযোগীতার বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি একই চ্যানেলের জন্য নির্মিত `সৌন্দর্য্য কথা` অনুষ্ঠানের উপস্থাপনাও করছেন এই তারকা।


রাইজিংবিডি/এলএ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়