ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুক্তির আগেই প্রভাসের সিনেমার আয় ২২০ কোটি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ৩০ মে ২০২৩   আপডেট: ১৩:৪২, ৩০ মে ২০২৩
মুক্তির আগেই প্রভাসের সিনেমার আয় ২২০ কোটি

প্রভাস ও সাইফ আলী খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। নির্মাণের শুরু থেকে দারুণ আলোচনায় এটি। আগামী ১৬ জুন মুক্তি পাবে প্রভাস-কৃতির এই সিনেমা। কিন্তু মুক্তির আগেই মোটা অঙ্কের অর্থ আয় করেছে সিনেমাটি।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আদিপুরুষের তেলুগু ভার্সনের স্বত্ব বিক্রি করে ১৬০-১৭০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২২০ কোটি টাকার বেশি) আয় করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। দক্ষিণ ভারতের জনপ্রিয় একটি প্রযোজনা সংস্থা এই স্বত্ব কিনেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরো পড়ুন:

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে।

‘আদিপুরুষ’ সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান। তিন ভাগে সিনেমাটি নির্মিত হচ্ছে। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। গত বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়। কিন্তু শুরুতেই দুর্ঘটনার কবলে পড়ে এটি। সিনেমার সেটে আগুন লাগে। তবে সব সংকট কাটিয়ে মুক্তির মিছিলে রয়েছে আলোচিত এই সিনেমা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়