ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

‘আমার সিনেমা নেই, আপনাকে কে বলেছে?’

প্রকাশিত: ১৪:৪৬, ২৪ আগস্ট ২০২৩   আপডেট: ১৪:৪৮, ২৪ আগস্ট ২০২৩
‘আমার সিনেমা নেই, আপনাকে কে বলেছে?’

কারণে-অকারণে সারা বছরই আলোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্র সফরের পর কয়েকদিন আগে দুবাই যান। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুবাই থেকে দেশে ফিরেছেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা আলোচনায় থাকার রহস্য জানতে চান। জবাবে জায়েদ খান বলেন— ‘আলোচনায় থাকি আপনারা আলোচনায় রাখেন বলে!’

সিনেমা নেই তারপরও এত আলোচনায় থাকার কারণ জানতে চাইলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে জায়েদ খান বলেন, ‘‘আমার সিনেমা নেই, আপনাকে কে বলেছে? ‘সোনার চর’ কি আপনি করেছেন? বলতে পারেন অনেক দিন ধরে আমার সিনেমা রিলিজ হয় না। ‘বাহাদুরী’ সিনেমার কাজ শেষ করেছি, ‘সোনার চর’-এর ডাবিং শেষ করলাম। এগুলো সামনে মুক্তি পাবে।’’

এসময় অন্য এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, কীভাবে দিন দিন এত সুন্দর হচ্ছেন? জবাবে জায়েদ খান বলেন, ‘আপনাদের দোয়া, ভালোবাসা ও পাঁচ ওয়াক্ত নামাজ।’

গত ১৪ আগস্ট বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এফডিসিতে কাটানা জায়েদ খান। ডাবিং স্টুডিওতে ‘সোনার চর’ সিনেমার ডাবিং করেন বলে জানান এই নায়ক। এ সময় জায়েদ খানের সঙ্গে ডাবিংয়ে অংশ নেন সিনেমাটির নায়িকা স্নিগ্ধা। জানা যায়, এদিন ডাবিং শেষ করতে রাত ১২টা পেরিয়ে যায়।

শোনা যাচ্ছে, চমক নিয়ে খুব শিগগির নতুন সিনেমার কাজ শুরু করবেন জায়েদ খান।

‘সোনার চর’, ‘বাহাদুরী’ ছাড়াও জায়েদ খানকে আগামীতে দেখা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এতে টিক্কা খান চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়