ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝরনা জলে শ্রীলেখার অবগাহন (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০২৩  
ঝরনা জলে শ্রীলেখার অবগাহন (ভিডিও)

পাথর গড়িয়ে নিচে পড়ছে ঝরনার জল। আর সেই জলে শরীর ডুবিয়ে স্নান করছেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সাদা রঙের পোশাকে সফেদ জলে শ্রীলেখার অবগাহনের দৃশ্য মুগ্ধ করেছে নেটিজেনদের।

শ্রীলেখা তার ফেসবুকে কয়েকটি ভিডিও ও স্থিরচিত্র পোস্ট করেছেন। এসব ভিডিওতে প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে দেখা যায় তাকে। এ অভিনেত্রী জানিয়েছেন, উত্তরখণ্ডের নীরগড় ওয়াটারফলসে বেড়াতে গিয়েছেন তিনি। সেখানে নিজের স্নিগ্ধ মুহূর্ত ক্যামেরাবন্দি করান।

আরো পড়ুন:

ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন, ‘মন্দাকিনী না শ্রীলেখা। এখানে উঠতে আমার পা ফুলে গিয়েছিল। কিন্তু সর্বশেষ… উফ! দারুণ! আমার সলো ট্রিপের ফটোগ্রাফার এয়ার বিএনবির ছেলেটি। না মানে কারো যদি সন্দেহ হয়। তাই আর কী!’

১৯৮৫ সালে মুক্তি পায় ‘রাম তেরি গঙ্গা মেইলি’ সিনেমা। এতে ‘সি-থ্রু’ (প্রায় স্বচ্ছ) শাড়ি পরে ঝরনা জলে স্নান করেন অভিনেত্রী মন্দাকিনী। অনেকটা সেরকম ঝরনার জলে স্নান করেন শ্রীলেখা। তাই মন্দাকিনীর কথা ক্যাপশনে স্মরণ করেছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়