ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিংহম’র মতো সিনেমা সমাজকে ভয়ংকর বার্তা দিচ্ছে: বম্বে হাইকোর্টের বিচারপতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৫:১৪, ২৫ সেপ্টেম্বর ২০২৩
সিংহম’র মতো সিনেমা সমাজকে ভয়ংকর বার্তা দিচ্ছে: বম্বে হাইকোর্টের বিচারপতি

বলিউড অভিনেতা অজয় দেবগনের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘সিংহম’। রোহিত শেঠি পরিচালিত এ ফ্যাঞ্চাইজির প্রথম পার্ট মুক্তি পায় ২০১১ সালে। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয় ‘সিংহম রিটার্নস’। এ ফ্যাঞ্চাইজিতে ‘বাজিরাও সিংহম’ চরিত্রে অভিনয় করে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন অজয়।

দীর্ঘ দিন পর এ ফ্যাঞ্চাইজির নতুন পার্ট আসছে। ঘটা করে শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। সিনেমাটিতে অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিংসহ অনেকে অভিনয় করবেন। কিন্তু এ সিনেমা বিস্ফোরক মন্তব্য করলে বম্বে হাইকোর্টের এক বিচারপতি।

আরো পড়ুন:

ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশন ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বম্বে হাইকোর্টের বিচারক গৌতম প্যাটেল বলেন, ‘‘সিংহম’-এর মতো সিনেমাগুলো ব্লকবাস্টার হলেও সমাজকে ভুল বার্তা দিচ্ছে। সিনেম্যাটিক ভাষায় এসব সিনেমায় দেখানো হচ্ছে, পুলিশের চরিত্রে হিরো সিস্টেমের কোনোরকম প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়েই তাৎক্ষণিক শাস্তি দিয়ে দিচ্ছে। আর পর্দায় সেসব দেখেই লোকজন ধৈর্য হারাচ্ছেন; বিচার প্রক্রিয়ার উপর আস্থা হারাচ্ছেন।’’

বিচারকদের ভীরু দেখানের বিষয়টি উল্লেখ করে বিচারপতি বলেন, ‘কোনো সিনেমায় বিচারকদের ভীরু, মোটা চশমা পরা এবং প্রায়ই খুব খারাপ পোশাক পরিহিত অবস্থায় দেখানো হয়। অন্যদিকে পুলিশদের নম্র-ভদ্র হিসেবে দেখানো হয়। যারা আদালতের বিরুদ্ধে দোষীদের ছেড়ে দেওয়ার অভিযোগ করেন। বিষয়টা হচ্ছে, হিরো পুলিশই যেন সেখানে বিচারপতি।’

‘সিংহম’ সিনেমার একটি দৃশ্য উল্লেখ করে বিচারপতি বলেন, ‘‘সিংহম’-এর ক্লাইম্যাক্সে দেখানো হয়েছে, পুরো পুলিশ ফোর্স মিলে এক রাজনীতিবিদকে ধরছেন। যে চরিত্রে অভিনয় করেন প্রকাশ রাজ। সেখানে দেখানো হয় ন্যায়বিচার দেওয়া হচ্ছে। সমাজের জন্য এটা কতটা ভয়ানক বার্তা তা কি কেউ ভেবেছেন? এত অধৈর্য হওয়ার কী আছে? ধীর গতিতে হলেও ন্যায় বিচারের একটা পদ্ধতি আছে। আইন অনুযায়ী, একজন ব্যক্তির স্বাধীনতা কেড়ে নেওয়া যায় না।’’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়