ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ হচ্ছে ধারাবাহিক ‘নোনা জল’

রাশেদ শাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৫, ১০ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ হচ্ছে ধারাবাহিক ‘নোনা জল’

ধারাবাহিক নাটক ‘নোনা জল’-এর একটি দৃশ্য।

বিনোদন ডেস্ক : বৈশাখী টিভির জনপ্রিয় ধারাবাহিক নোনা জল -এর সম্প্রচার শেষ হচ্ছে। পান্থ শাহরিয়ার রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন সায়েদুজ্জামান তালুকদার ও জামাল উদ্দিন জামিল।

টিভি চ্যানেল বৈশাখী সূত্রে জানা গেছে, ১১ জুন রাত ৮ টায় এ ধারাবাহিক নাটকটির শেষ পর্ব প্রচারিত হবে।

তারা আরো জানিয়েছে, ধারাবাহিকটির গল্প গড়ে উঠেছে, সামির ছয় জনের একটি ট্যুরিস্ট দল নিয়ে। দণটি কক্সবাজার যাওয়ার পর থেকে নানা জটিলতার মধ্যে দিয়ে তাদের দিন কাটতে থাকে। প্রত্নতাত্বিক এক স্বর্ণ মূর্তিকে কেন্দ্র করে ঘটে একের পর এক রহস্যময় ঘটনা। শেষ পর্যন্ত স্বর্ণ মূর্তি কি পাওয়া যাবে? কে নাড়ছে এই ষড়যন্ত্রের কলকাঠি, মাসুদ, আমজাদ না দলেরই কোন সদস্য? রহস্যের অবসান কি হবে তা জানা যাবে শেষ পর্বে।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ওয়াহিদা মল্লিক জলি, শতাব্দী ওয়াদুদ, মাসুদ মহিউদ্দীন, শারমিন জোহা শশী, মঈন আহমেদ, মেহরীন ইসলাম নিশা, মুনতাহীনা টয়া, অদিতি মাহমুদ, সানসি ফারুকসহ আরো অনেকে। নাটকটি নির্মিত হয়েছে টম ক্রিয়েশনস এর ব্যানারে।

 


রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৪/শান্ত/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়