ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুবলী বললেন, ভূতের মুখে রাম নাম

প্রকাশিত: ১৫:০০, ৪ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৫:০১, ৪ ডিসেম্বর ২০২৩
বুবলী বললেন, ভূতের মুখে রাম নাম

শাকিব খান ও বুবলীর সম্পর্ক দীর্ঘদিন ধরে ভালো যাচ্ছে না। সংবাদমাধ্যমে একাধিকবার তাদের সম্পর্কের দূরত্ব নিয় কথা বলেছেন এই নায়ক। বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুলেছেন শাকিব খান। গণমাধ্যমকে এ নায়ক জানিয়েছেন, বুবলীকে তিনি ঘৃণা করেন; তার জীবনে এ নায়িকার কোনো অস্তিত্ব নেই।

শাকিব খানের এমন মন্তব্যের একদিন পর ফেসবুকে স্ট্যাটাস দেন বুবলী। তিনি লিখেন, ‘ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য, এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে, নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।’

আরো পড়ুন:

গত মাসে সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে শবনম বুবলীর প্রেমের গুঞ্জন ওঠে। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানান। এরপর তার আর অপু বিশ্বাসের একটি কল রেকর্ড ফাঁস হয়। সেই কথোপকথনের বিষয়বস্তু ছিল তাপস-বুবলীর প্রেম। শাকিব খান তখন ভারতে বারাণসিতে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র শুটিং করছিলেন। কাজের ব্যস্ততার মাঝেও এসব ঘটনা শুনেছেন তিনি। কিন্তু তখন মুখ খোলেননি। তবে দেশে ফিরে সদ্যই একটি গণমাধ্যমের কাছে এ নিয়ে কথা বলেন এই সুপারস্টার।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়