ঢাকা     শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৯ ১৪৩১

আজ হিন্দি সিনেমায় জয়ার অভিষেক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:৫৮, ৮ ডিসেম্বর ২০২৩
আজ হিন্দি সিনেমায় জয়ার অভিষেক

বাংলাদেশের সীমানা পেরিয়ে ওপার বাংলায় নিজের খ্যাতি ছড়িয়েছেন অভিনেত্রী জয়া আহসান। বেশ কটি ভারতীয় বাংলা সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার হিন্দি সিনেমায় অভিষেক হলো জয়ার। শুক্রবার (৮ ডিসেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘কড়ক সিং’।

অনিরুদ্ধ রায়চৌধুরী নির্মিত এ সিনেমার গল্প এগিয়েছে অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তাকে নিয়ে। এ কর্মকর্তা শ্রীবাস্তব ওরফে কড়ক সিং কেন, কীভাবে হাসপাতালে হাজির হলেন, তা নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি।

সিনেমাটিতে কড়ক সিং চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি। তার প্রেমিকা নয়না চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তা ছাড়াও অভিনয় করেছেন পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত জয়া আহসান বলেন, ‘আমি সব সময় অনিরুদ্ধ ও পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি। তাদের সঙ্গে কাজ করা, তা-ও প্রথম হিন্দি সিনেমায়, আনন্দ দ্বিগুণ।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়