ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাহি-মৌসুমীর বৃষ্টি বিলাস

রাশেদ শাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১৭ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাহি-মৌসুমীর বৃষ্টি বিলাস

বর্ষার বৃষ্টি শুধু প্রকৃতিকেই নয়, ভিজিয়েছে ঢালিউড সুন্দরীদেরও।

রাশেদ শাওন : আজ আষাঢ়ের তৃতীয় দিন। বর্ষা এসেছে মাত্র। তবুও গরম যেনো কমছেই না। আজ সকাল পর্যন্ত এমনটাই বলছিলেন অনেকেই। তবে দুপুরের ঠিক আগে আগে ঘন হয়ে আসতে থাকে মেঘ। মেঘেদের দল একে এক জোট হয় কয়েক মুহূর্তের মধ্যে। প্রথমে টিপ টিপ বৃষ্টি নামে। এমন বর্ষার দিনে অনেকেই ভিজিয়েছেন শরীর। বৃষ্টির পানিতে শীতল হয়েছেন। ঢালিউড কুইন মাহিয়া মাহি’র মঙ্গলবারে কোনো শুটিং ছিলো না। তিনি বাড়িতেই ছিলেন। বৃষ্টির এমন মনোহর রূপ তার মতো সুন্দরীকেও আকৃষ্ট করে। বর্ষার পানিতে ভিজতে উঠেন বাড়ির ছাদে। আহা! মাহিয়া মাহির এ কি বৃষ্টি বিলাস। এ দিনের নরম বৃষ্টিতে ভিজেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ মৌসুমী নাগও।

আমরা এ খবর জানতে পারি, এই দুই অভিনেত্রীর ফেসবুক মারফত। দুজনেই বৃষ্টিতে ভিজার ছবি তুলে ফেসবুকে আপলোড করেন। বৃষ্টি ভিজার ছবি আপলোড করার ক্ষেত্রে মৌসুমীর চেয়ে এগিয়ে ছিলেন মাহি। তিনি তার ওয়ালে ১৭ জুন নিজ বাসার ছাদে বৃষ্টিতে ভেজার বেশ কিছু ছবি পোস্ট করেন। নিজের ফেসবুকে ছবিগুলো আপলোড করে মাহি লিখেছেন ‘ধুয়ে মুছে যাক সমস্ত স্মৃতি।’  

মাহির ছবিগুলো থেকে অনুমান করা যায়, বৃষ্টিতে ভিজার সময় তার মন ছিলো মেঘের মতো ঘোমড়া। তিনি একা আনমনে কার কথা ভাবছিলেন তা অবশ্য জানা যায়নি। এদিকে মৌসুমী নাগ বৃষ্টিভেজা একটি ছবি আপলোড করে মন্তব্য লিখেছেন, ‘অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম।’

নির্মাতা রেদওয়ান রনিও বৃষ্টি নিয়ে বেশ মেতে আছেন। তিনিও তার ফেসবুকওয়ালে একটি কাঁচের জানালায় বৃষ্টি পড়ার ছবি আপলোড করে লিখেছেন, ‘বৃষ্টি’ আমার মাথা নষ্ট করে দেয় ..কেন?

আজকের বৃষ্টির এ নাচন তারকাদের মনেও দোলা দিয়েছে, তা তাদের ফেসবুক দেখেই ধারণা করা যায়। প্রিয় পাঠক আপনার মনে কি নাড়া দিয়ে যায়নি বর্ষার এমন পতন!

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৪/রাশেদ শাওন/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়