আনোয়ারা-মুক্তির আমন্ত্রণে তারার মিলন মেলা
খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা বেগমের মেয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। গত ২ মে ছিল মুক্তির একমাত্র মেয়ে কারিমার জন্মদিন। এ উপলক্ষে গতকাল রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় সহকর্মীদের নিয়ে মিলন মেলার আয়োজন করা হয়। আনোয়ারা ও মুক্তির আমন্ত্রণে হাজির হয়েছিলেন একঝাঁক তারকা।
এই আনন্দ-আয়োজনে উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্রের সিনিয়র-জুনিয়র শিল্পীরা। তাদের আনাগোনায় মুখর ছিল পুরোটা সময়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটি, আলোচিত চিত্রনায়ক জায়েদ খান, আন্নাসহ চলচ্চিত্রাঙ্গনের অনেকে।
ছয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা আনোয়ারা এসময় শিল্পী সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পুনরায় সদস্যপদ ফিরে পাওয়ায় জায়েদ খানকেও ফুলেল শুভেচ্ছা জানান এই নন্দিত অভিনেত্রী।
এ প্রসঙ্গে শিল্পী সমিতির সহ-সভাপতি মাসুম পারভেজ রুবেল বলেন, ‘সিনিয়র-জুনিয়ারদের নিয়ে এমন মিলনমেলা হলে ভালোই হয়। সবার সঙ্গে কুশল বিনিময়ের সুযোগ হয়। মুক্তির মেয়ে কারিমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।’
এমন সুন্দর একটি আয়োজনের জন্য চিত্রনায়িকা মুক্তিকে ধন্যবাদ জানিয়ে জ্যেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী ও শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য দিলারা ইয়াসমিন বলেন, ‘এটি খুব সুন্দর আয়োজন ছিল। অনেক দিন পর আনু আপার সাথে দারুণ একটা সময় কাটালাম।’
আরেক কার্যনির্বাহী সদস্য ও চিত্রনায়িকা রোজিনা বলেন, ‘কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী আনু আপা আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসার একজন মানুষ। অনেক দিন পর দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। চমৎকার একটি আয়োজন ছিল।’
আয়োজন নিয়ে চিত্রনায়িকা মুক্তি বলেন, ‘মেয়ের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হলেও মূল উদ্দেশ্য ছিল সবার সঙ্গে কুশল বিনিময়। অনেক দিন ধরেই মায়ের সঙ্গে তার সহকর্মীদের সেভাবে দেখা-সাক্ষাৎ নেই। শিল্পী সমিতির নির্বাচনের সময় খানিক সময়ের জন্য দেখা হয়। সেসময় আসলে কথা বলার পরিবেশ থাকে না। সবার সঙ্গে মায়ের আড্ডার ব্যবস্থা করার জন্যই এই আয়োজন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।’
ঢাকা/রাহাত/শান্ত