ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

শুটিংয়ে পা ভাঙে বিবেকের, হার্ট অ্যাটাক করেন পরিচালক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ২২ মে ২০২৪   আপডেট: ১৪:৫৫, ২২ মে ২০২৪
শুটিংয়ে পা ভাঙে বিবেকের, হার্ট অ্যাটাক করেন পরিচালক

মনিরত্নম নির্মিত সিনেমা ‘যুবা’। এ সিনেমার প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেন অজয় দেবগন, অভিষেক বচ্চন, বিবেক ওবেরয়, রানী মুখার্জি। ২০০৪ সালের ২১ মে মুক্তি পায় এটি। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। গতকাল সিনেমাটি মুক্তির দুই দশক পূর্ণ করেছে।

‘যুবা’ সিনেমার ২০ বছর পূর্তি উপলক্ষে বিবেক ওবেরয় টাইমস নাউকে সাক্ষাৎকার দিয়েছেন। এ আলাপচারিতায় বিবেক জানান, সিনেমাটির শুটিং করতে গিয়ে তার পায়ের তিন জায়গায় ভেঙে গিয়েছিল, এ দৃশ্য দেখে হার্ট অ্যাটাক হয়েছিল নির্মাতার।

স্মৃতিচারণ করে বিবেক ওবেরয় বলেন, ‘সেদিনের মজার বিকালটা বিষাদে পরিণত হয়েছিল। কারণ মোটরসাইকেল দুর্ঘটনায় আমার বাঁ পায়ের তিন জায়গায় ভেঙে গিয়েছিল। মনে আছে, আমার বড় ভাই অজয়, বন্ধু অভিষেক বচ্চন আমার পাশে ছিল। তারা আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।’

আরো পড়ুন:

ঘটনা এখানেই শেষ নয়, বিবেকের দুর্ঘটনা দেখে পরিচালক মনিরত্নমের হার্ট অ্যাটাক হয়েছিল। এ বিষয়ে বিবেক ওবেরয় বলেন, ‘আমি পরে জানতে পারি, আমার দুর্ঘটনা দেখে মনিরত্নম ভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছিল।’

এ দুর্ঘটনার পর নানারকম জটিলতার মধ্য দিয়ে যেতে হয় বিবেক ওবেরয়কে। দীর্ঘ চার মাস পর শুটিং সেটে সবার সঙ্গে পুনরায় দেখা হয় বলেও জানান এই অভিনেতা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট