ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সহশিল্পীর সঙ্গে প্রেম নিয়ে খুশি কাপুর কী বললেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২ জুন ২০২৪   আপডেট: ১৮:০৭, ২ জুন ২০২৪
সহশিল্পীর সঙ্গে প্রেম নিয়ে খুশি কাপুর কী বললেন

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের দুই মেয়ে— জাহ্নবী ও খুশি কাপুর। বলিউড সিনেমায় নাম লেখিয়ে বেশ খ্যাতি কুড়িয়েছেন তাদের বড় মেয়ে জাহ্নবী। দীর্ঘ অপেক্ষার পর গত বছর ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় রাখেন খুশি কাপুর। এদিকে জোর গুঞ্জন উড়ছে, সহঅভিনেতার প্রেমে মজেছেন খুশি কাপুর।

জোয়া আখতার নির্মিত ‘দ্য আর্চিস’ সিনেমা গত বছরের ২২ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায়। এ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন খুশি কাপুর ও বেদাং রায়না। বেদাং রায়নার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন খুশি। রোববার (২ জুন) বেদাং রায়নার জন্মদিন। বিশেষ দিনে খুশি কাপুরও কথিত প্রেমিককে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। এরপর ফের আলোচনায় উঠে এসেছে এ জুটির প্রেমের গুঞ্জন।

আরো পড়ুন:

সহঅভিনেতার সঙ্গে প্রেমের খবর বাতাসে ভেসে বেড়ালেও নীরব ছিলেন খুশি ও বেদাং। এবার করন জোহর সঞ্চালিত ‘কফি উইথ করন’ শোয়ে হাজির হয়ে নীরবতা ভাঙলেন খুশি। তবে অনেকটা ফিল্মি কায়দায় বেদাংয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে উত্তর দিয়েছেন খুশি।

করন জোহর জানতে চান, খবর উড়ছে তুমি বেদাং রায়নার সঙ্গে প্রেম করছো? জবাবে খুশি কাপুর বলেন, “ওম শান্তি ওম’ সিনেমার দৃশ্যটির কথা আপনি জানেন। যেখানে একদল মানুষ বলেন, ‘ওম এবং আমি জাস্ট ফ্রেন্ড।”

এর আগে হিন্দুস্তান টাইমসকে একটি সূত্র বলেন, ‘‘দ্য আর্চিস’ সিনেমার শুটিং সেট থেকে কাছাকাছি আসার শুরু খুশি কাপুর ও বেদাং রায়নার। বেশকিছু দিন ধরে সম্পর্কে রয়েছেন তারা। কিন্তু তারা তাদের ব্যক্তিগত সম্পর্কের দিকে এখন নজর দিতে চান না।’’

এ জুটি চান না তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসুক। এ বিষয়ে সূত্রটি বলেন, ‘খুশি-বেদাং পরস্পরের মাঝে সুখ খুঁজে পেয়েছেন এবং ডেট করছেন। তারা পরস্পরের সঙ্গে কমফোর্ট। তারা নানা বিষয় নিয়ে একে অন্যের সঙ্গে ‍যুক্ত রয়েছেন। তারা একসঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করেন। কিন্তু তারা তাদের প্রাইভেসি রক্ষা করতে চান।’

 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়