ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদে শাকিব-অপুর তিন সিনেমা

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১৩ জুন ২০২৪   আপডেট: ১৭:১৭, ১৩ জুন ২০২৪
ঈদে শাকিব-অপুর তিন সিনেমা

ঢাকাই চলচ্চিত্রের সফল জুটি শাকিব খান অপু বিশ্বাস। বেশ কিছু ব্যবসাসফল সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। দীর্ঘদিন নতুন সিনেমায় তাদের দেখা যায়নি। তবে এবার ঈদে এই জুটির তিনটি সিনেমা দেখা যাবে।

সিনেমাটি তিনটি বৈশাখী টেলিভিশনে প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে  প্রচার হবে। ঈদের দ্বিতীয় দিন সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কথা দাও সাথী হবে’, ঈদের ৫ম দিন শাহাদৎ হোসেন লিটনের ‘জীবন মরণের সাথী’, ঈদের ৭ম দিন ‘মিয়া বাড়ির চাকর’ প্রচার করা হবে। এ ছাড়া ঈদের ৭ম দিন বৈশাখী টেলিভিশনে দুপুর ২টা ৩০ মিনিট থেকে প্রচার হবে ৭টি সিনেমা। ঈদের দিন প্রচার হবে ‘খায়রুন সুন্দরী’, ঈদের তৃতীয় দিন ‘হৃদয়ের কথা’, ঈদের চতুর্থ দিন ‘আমি জেল থেকে বলছি’, ঈদের ৬ষ্ঠ দিন ‘মনের সাথে যুদ্ধ’ শিরোনামের সিনেমা। 

উল্লেখ্য ঈদুল আজহা উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ৩০টি নাটক, ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্টসহ নানা আয়োজন। 

নাটকগুলোর মধ্যে ১৬টি একক, এবং ৭ পর্বের ৫টি ধারাবাহিক এবং ৭টি মেগা। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮.১০ মিনিটে এবং ৯.৫০ মিনিটে। 
 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়