ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘তুফান সবে তো শুরু’

প্রকাশিত: ১৮:১০, ১৮ জুন ২০২৪   আপডেট: ১৮:৩৩, ১৮ জুন ২০২৪
‘তুফান সবে তো শুরু’

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘তুফান’। সিনেমাটি এরই মধ্যে শাকিব ভক্তরা দেখে ফেলেছেন। সিনেমাটির শেষে লিখে দেওয়া হয়েছে, ‘তুফান সবে তো শুরু’। এর মধ্য দিয়ে সিনেমাটির দ্বিতীয় কিস্তির বার্তা দেওয়া হয়। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই বলেছেন, ‘তুফান-২’ নির্মাণ করা হবে। 

এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘কোরবানির দিন সিনেমাটি মুক্তি না দিয়ে পরেরদিন মুক্তি দিলে ভালো হতো। কারণ সবাই তো কোরবানি নিয়ে ব্যস্ত থাকে। এরপরও সিনেমাটি নিয়ে সারা দেশের সিনেমা হলে ব্যাপক সাড়ার যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে পাচ্ছি, তা সত্যি অবিশ্বাস্য।’

আরো পড়ুন:

এ অভিনেতা বলেন, ‘আমরা সিনেমা নিয়ে এ রকম স্বপ্নই দেখি। আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি এখন তা সারাদেশের মানুষকে বলতে পারি। দেশের দর্শক যদি আমাদের সাথে থাকেন এর চাইতে আরও বড় কিছু আমরা করতে পারবো। দর্শক যা চায় সেটাই হবে। আর দর্শক চাইলে অবশ্যই ‘তুফান ২’ হবে।’

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘কোরবানি ঈদের সময় দর্শকরা হলে খুব একটা আসেন না। এবার যেভাবে হলে দর্শকরা এসেছেন আমি গত কয়েক বছরে এইভাবে করে দর্শকের ঢল সিনেমা হলে দেখিনি।’

ঈদে মুক্তির মিছিলে সবচেয়ে বেশি হল পেয়েছে তুফান। রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। এছাড়া এতে চঞ্চল চৌধুরী, নাবিলা ও মিমি চক্রবর্তীর মতো শিল্পীরা রয়েছেন। এর প্রযোজনায় রয়েছে বাংলাদেশের আলফা আই, চরকি ও ভারতের এসভিএফ।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়