ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাতায়া বিচে হট নায়িকা পলি

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২৭ জুন ২০২৪   আপডেট: ১৯:১৮, ২৭ জুন ২০২৪
পাতায়া বিচে হট নায়িকা পলি

নব্বই দশকের শেষের দিকে ঢাকাই চলচ্চিত্রে পলি আবেদনময়ী হিসেবে নজর কেড়েছেন। এরপর হঠাৎ করেই তিনি অন্তরালে চলে যান। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীর গুলশানে বাস করছেন। অবকাশ যাপনের জন্য কয়েকদিন আগে পলি উড়াল দিয়েছেন থাইল্যান্ডে। সেখানে পাতায়া বিচে দারুণ সময় কাটাচ্ছেন এই নায়িকা।

ভালো লাগার এসব মুহূর্তের কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন পলি। ছবির ক্যাপশনে পলি লিখেছেন, ‘যারা প্রকৃতিকে ভালোবাসে, তাদের মন প্রকৃতির মতই সুন্দর হয়।’

এসব ছবি উষ্ণতা ছড়াচ্ছে অন্তর্জালে। শুধু ছবি নয়, টিকটক ভিডিওতে বেশ সাহসীরূপে দেখা যায় তাকে। এগুলো পোস্ট করার পর থেকে অসংখ্য লাইক কমেন্টস করছেন তার ভক্তরা।

এ প্রসঙ্গে পলি রাইজিংবিডিকে বলেন, ‘স্বামী-সন্তান নিয়ে পাতায়ায় এসেছি। আগামী ৩০ জুন ঢাকায় ফিরব। এখানে দারুণ সময় পার করছি।’

মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রেখে ‘জানোয়ার’, ‘কঠিন পুরুষ’সহ একের পর এক সিনেমায় অভিনয় করেন পলি। চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ১১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ওই সময়ের জনপ্রিয় সব চিত্রনায়কের বিপরীতে তাকে দেখা গেছে।  

পলি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক নম্বর আসামী’। ২০১২ সালে মুক্তি পায় এটি। রাজু চৌধুরী পরিচালিত এ সিনেমায় পলির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রুবেল।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়