ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইতালি গিয়ে ১৪ লাখ টাকার জিনিস চুরি, পাসপোর্ট হারিয়ে বিপাকে তারকা দম্পতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ১১ জুলাই ২০২৪   আপডেট: ১৯:৪২, ১১ জুলাই ২০২৪
ইতালি গিয়ে ১৪ লাখ টাকার জিনিস চুরি, পাসপোর্ট হারিয়ে বিপাকে তারকা দম্পতি

স্বামীর সঙ্গে ইতালি বেড়াতে গিয়ে ১০ লাখ রুপির (১৪ লাখ টাকার বেশি) জিনিসপত্র খোয়ালেন ভারতীয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি। পাসপোর্টসহ মানিব্যাগও চুরি হয়েছে দিব্যাঙ্কা-বিবেক দম্পতির।

ইতালির ফ্লোরেন্স শহর থেকে চুরি হয়েছে দিব্যাঙ্কা-বিবেক দম্পতির জিনিসপত্র। ইতালি থেকে টাইমস অব ইন্ডিয়াকে বিবেক দাহিয়া বলেন, ‘এই ট্রিপে এ ঘটনা ছাড়াও সবকিছু কেমন যেন অস্বাভাবিক ঘটছে।’

আরো পড়ুন:

চুরি হওয়ার ঘটনা বর্ণনা করে বিবেক দাহিয়া বলেন, ‘আমরা গতকাল (১০ জুলাই) ফ্লোরেন্সে পৌঁছাই। এখানে একদিন থাকার পরিকল্পনা করেছিলাম। এখানে থাকার জন্য হোটেল দেখতে গিয়েছিলাম। বাইরে পার্ক করা গাড়িতে আমাদের সমস্ত জিনিসপত্র ছিল। এরপর জিনিসপত্র নিতে এসে অবাক হই। কারণ গাড়িটি ভাঙা ছিল। আমাদের পাসপোর্ট, মানিব্যাগ, টাকাসহ সমস্ত মূল্যবান জিনিসপত্র উধাও। সৌভাগ্যবশত, আমাদের কিছু পুরোনো জামাকাপড় এবং খাবার রেখে গিয়েছে।’

এ ঘটনার পর অসহায় হয়ে পড়েন তারকা দম্পতি। দ্রুত তারা স্থানীয় পুলিশের সহযোগিতা চান। কিন্তু পুলিশ তাদের তেমন কোনো সহযোগিতা করেনি। কারণ ওই এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই। সুতরাং পুলিশ কোনো সহযোগিতা করতে পারেনি। পরে ভারতীয় দূতাবাসে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে (গতকাল) বন্ধ হয়ে যায় দূতাবাস অফিস।  

পুলিশের সহযোগিতা না পেলেও হোটেল কর্তৃপক্ষ যথেষ্ট সহযোগিতা করছেন। কিন্তু তাদের কাছে পাসপোর্ট এবং টাকা না থাকায় ভীষণ বিপদে রয়েছেন। দূতাবাসের উদ্দেশ্যে বিবেক দাহিয়া বলেন, ‘ভারতে ফিরে যাওয়ার জন্য টেম্পোরারি পাসপোর্ট এবং দূতাবাসের সহযোগিতা প্রয়োজন।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়