ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

১০ বছরের ছোট প্রেমিককে নিয়ে দ্বীপে ছুটি কাটাচ্ছেন কৃতি!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ২৯ জুলাই ২০২৪   আপডেট: ১৭:৩২, ২৯ জুলাই ২০২৪
১০ বছরের ছোট প্রেমিককে নিয়ে দ্বীপে ছুটি কাটাচ্ছেন কৃতি!

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, বয়সে ছোট ব্যবসায়ী ‘কবির ভাইয়ের’ সঙ্গে প্রেম করছেন কৃতি। এবার তারা দু’জনে বিদেশে ছুটি কাটাচ্ছেন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কৃতি স্যানন ও কবির ভাই বর্তমানে গ্রিসের মাইকোনোস দ্বীপে ছুটি কাটাচ্ছেন। ছুটি কাটানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এসব ছবি প্রকাশ্যে আসার পর জোরালো হয়েছে এ জুটির প্রেমের গুঞ্জন।

বলিউড ব্লাইন্ড গসিপ নামে একটি রেডিট আইডি থেকে কৃতি-কবিরের যে ছবিগুলো পোস্ট করা হয়েছে, একই লোকেশনে তোলা বেশ কিছু ছবিও কবির তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন; যা তাদের প্রেমের গুঞ্জনের আগুনে ‘ফুয়েল’ হিসেবে কাজ করছে।

চলতি বছর উদযাপন উপলক্ষে দুবাইয়ে গিয়েছিলেন কৃতি স্যানন। সেখানে লন্ডন ভিত্তিক ব্যবসায়ী কবির ভাই ও কৃতির বোন নূপুরের সঙ্গে দেখা যায় ৩৪ বছর বয়সি এই অভিনেত্রীকে। মূলত, এরপরই কৃতি-কবিরের প্রেমের গুঞ্জনের সূচনা। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই যুগল।

প্রেমের বিষয় নিয়ে যেমন চর্চা চলছে, তেমনি তাদের অসম বয়স নিয়েও আলোচনা কম হচ্ছে না। ফিল্মিবিট এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৯০ সালের ২৭ জুলাই জন্মগ্রহণ করেন কৃতি স্যানন। তার বয়স এখন ৩৪ বছর। অন্যদিকে, ১৯৯৯ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন কবির ভাই। তার বয়স এখন ২৪ বছর। অর্থাৎ কৃতির চেয়ে ১০ বছরের ছোট তার প্রেমিক।     

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়