ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘যে আগুন নিভিয়ে দেয়ার চেষ্টা করছে সেটা ধিকি ধিকি জ্বলবে’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ৩০ জুলাই ২০২৪   আপডেট: ১৯:৪১, ৩০ জুলাই ২০২৪
‘যে আগুন নিভিয়ে দেয়ার চেষ্টা করছে সেটা ধিকি ধিকি জ্বলবে’

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ তুলে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। 

বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব সোহেল রানা দেশের সমসাময়িক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবসময় নিজের মত প্রকাশ করেন। সরকারের জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘১৪ দল মিলে যে সিদ্ধান্ত নিয়েছে তাদের সকলের উপরই আমার আস্থা আছে। কিন্তু সিদ্ধান্তটা প্রথমেই শুনলে অনেকটা ডেমোক্রেটিক মনে হয় না। ১৪ দলের এই সিদ্ধান্ত একটু কৌশলী হলে সুন্দর হতো।’ 

‘আমার মনে হয়, যে আগুনটাকে নিভিয়ে দেয়ার চেষ্টা করছে সেটা ধিকি ধিকি জ্বলবে। একদম নিভে যাবে না। মনে হচ্ছে না, যার জন্য নিষিদ্ধ করা হবে সেই জিনিসটাকে নিভিয়ে দেয়া যাবে। এটা বরং থেকে যাবে; ধিকি ধিকি আগুন জ্বলবে। যারা পার্টি করতো তারা হঠাৎ করেই সব ভুলে যাবে না। মনের মধ্যে এটা থেকে যাবে। এভাবে সমাধান হবে বলে মনে হচ্ছে না।’ যোগ করেন এই চলচ্চিত্র কিংবদন্তি।  

সোহেল রানা আরো বলেন, ‘আমরা যেটা চাই শান্তি। আমরা চাই মুক্তভাবে সুন্দরভাবে দেশটা চলুক। বর্তমান সময় যেভাবে আছে এটা ভালো লাগছে না। হাজার হাজার মানুষ কষ্ট করছেন। মেট্রোরেল আমাদের গর্বের ছিল, সেটাকে ডেস্ট্রয় করে দেয়া হয়েছে। এগুলো নিয়ে বেশি কিছু বলতে চাই না।’ 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়