ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্ষমা চেয়ে সব কনসার্ট স্থগিত করলেন অরিজিৎ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ২ আগস্ট ২০২৪   আপডেট: ১১:৪৬, ২ আগস্ট ২০২৪
ক্ষমা চেয়ে সব কনসার্ট স্থগিত করলেন অরিজিৎ

ক্ষমা চেয়ে চলতি মাসের সমস্ত কনসার্ট স্থগিত করলেন ভারতীয় গায়ক অরিজিৎ সিং। বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে এ ঘোষণা দেন এই গায়ক।

ইনস্টাগ্রাম পোস্টে অরিজিৎ সিং লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অপ্রত্যাশিত চিকিৎসা সংক্রান্ত কারণে আগস্ট মাসের কনসার্ট স্থগিত করা হলো। আমি জানি, আপনারা সবাই এই শোগুলোর জন্য অপেক্ষায় রয়েছেন। কিন্তু এটার জন্য আমি অন্তরিকভাবে ক্ষমা চাইছি। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমার একমাত্র শক্তি।’

আরো পড়ুন:

পুনরায় দুঃখ প্রকাশ করে অরিজিৎ সিং বলেন, ‘আমাকে বোঝার জন্য, এতটা নিঃশর্ত ভালোবাসা এবং ধৈর্য ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞ। আপনাদের হতাশ করার জন্য দুঃখিত।’

ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী ১১ আগস্ট যুক্তরাজ্যে অরিজিতের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা হচ্ছে না। এটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

তবে অরিজিৎ সিংয়ের ঠিক কী হয়েছে, অবশ্য তা জানা যায়নি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়