ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

কেরালায় ভূমিধস: কোন তারকা কত টাকা দিলেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ৫ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:১৯, ৫ আগস্ট ২০২৪
কেরালায় ভূমিধস: কোন তারকা কত টাকা দিলেন

ভারতের কেরালা রাজ্যে ভারী বর্ষণে ভূমিধসের ঘটনা ঘটেছে। গত ৩০ জুলাই ভোরে কেরালার ওয়েনাদ জেলার পাহাড়ি এলাকায় ভূমিধস হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার মেপ্পাডি, মুন্ডাকাই, চুরাল মালা, নুলপুঝা গ্রাম। এতে ঠিক কতজন মানুষ মারা গেছেন, তার সঠিক হিসাব এখনো মিলেনি। এই সংকট মুহূর্তে অর্থনৈতিকভাবে সাহায্যের হাত বাড়িয়েছে দক্ষিণী সিনেমার একঝাঁক তারকা। চলুন জেনে নিই কে কত টাকা দান করলেন—

চিরঞ্জীবী-রাম চরণ: ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। তার সুযোগ্য পুত্র রাম চরণ। মেধা গুণে রুপালি জগতে তিনিও শক্ত অবস্থান গড়েছেন। কেরালার ওয়েনাদ অঞ্চলে ভারী বর্ষণে ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন চিরঞ্জীবী-রাম চরণ। এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন চিরঞ্জীবী। তাতে তিনি লেখেন, ‘ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় রাম চরণ ও আমি একসঙ্গে ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৯ লাখ টাকার বেশি) কেরালার সিএম রিলিফ ফান্ডে দান করেছি।’

মাম্মতি: চিরঞ্জীবীর মতো এগিয়ে এসেছেন মালায়ালাম সিনেমার বরেণ্য অভিনেতা মাম্মতি। কেরালা রাজ্যের ওয়েনাদ অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অর্থ সংগ্রহ করছেন তিনি। পাশাপাশি নিজেও অর্থ দান করেছেন। মাম্মতি ব্যক্তিগতভাবে কেরালার সিএম রিলিফ ফান্ডে ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ টাকার বেশি) দান করেছেন।

আল্লু অর্জুন: সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তেলেগু সিনেমার অভিনেতা আল্লু অর্জুনও। এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে ‘পুষ্পা’খ্যাত এ অভিনেতা লেখেন, ‘কেরালা রাজ্যের ওয়েনাদ অঞ্চলে ভারী বর্ষণে ভূমিধসের ঘটনায় গভীরভাবে শোকাহত। কেরালার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কেরালার সিএম রিলিফ ফান্ডে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৭৫ হাজার টাকার বেশি) দান করছি।’

নয়নতারা-বিগনেশ: ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের প্রেমিক চিত্রপরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেছেন তিনি। কেরালার মানুষের দুঃসময়ে এ দম্পতিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কেরালার সিএম রিলিফ ফান্ডে ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ টাকার বেশি) দান করেছেন এই দম্পতি।

ফাহাদ ফাসিল-নাজিয়া: ‘পুষ্পা’খ্যাত অভিনেতা ফাহাদ ফাসিল। ব্যক্তিগত জীবনে নাজরিয়া নাজিমকে বিয়ে করেছেন। কেরালার মানুষের সংকটকালে তারাও অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কেরালার সিএম রিলিফ ফান্ডে এ দম্পতি যৌথভাবে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৭৫ হাজার টাকার বেশি) দান করেছেন।

সুরিয়া-জ্যোতিকা: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি সুরিয়া ও জ্যোতিকা। ভালোবেসে ঘর বেঁধেছেন তারা। কেরালা রাজ্যের ওয়েনাদ অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অর্থ দান করেছেন এই দম্পতিও। সুরিয়া-জ্যোতিকা ও অভিনেতা কার্থি মিলে কেরালার সিএম রিলিফ ফান্ডে যৌথভাবে ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৯ লাখ ৫০ হাজার টাকার বেশি) দান করেছেন।

রাশমিকা মান্দানা: ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সর্বশেষ ‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে ঝড় তুলেন। কেরালার মানুষের সংকটকালে তিনিও সাহায্যের হাত বাড়িয়েছেন। ব্যক্তিগতভাবে কেরালার সিএম রিলিফ ফান্ডে ১০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ৯০ হাজার টাকার বেশি) দান করেছেন ‘পুষ্পা’খ্যাত এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়