ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশকে যে বার্তা দিলেন দেব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:০৬, ৭ আগস্ট ২০২৪
বাংলাদেশকে যে বার্তা দিলেন দেব

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সারাদেশের মানুষ। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবরও পাওয়া যাচ্ছে। এই উত্তাল সময়ের হাওয়া বইছে দেশজুড়ে। বিশ্ববাসীর নজর এখন বাংলাদেশের দিকে।

ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক জিৎ ও তৃণমূলের সংসদ সদস্য দেব। অন্যদের মতো তার দৃষ্টিও এখন বাংলাদেশের দিকে। এ পরিস্থিতি দেখে ‘উদ্বিগ্ন’ ‘পাগলু’খ্যাত এই অভিনেতা। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন দেব।

আরো পড়ুন:

উদ্বেগ প্রকাশ করে দেব বলেন, ‘গত কয়েকদিন ধরে গোটা বাংলাদেশের যে ছবি এবং ভিজ্যুয়াল সামনে আসছে, সেটা উদ্বেগজনক। সম্পূর্ণভাবে এটা একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার, তাই সেই ব্যাপারে বিশেষ কিছু বলতে পারব না। তবু চাই, বাংলাদেশে শান্তি ফিরে আসুক। ওপার বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে পারেন। সবাই যে ভালোবাসা, আনন্দ নিয়ে থাকেন, সেটা যেন আবার ফিরে আসে।’

কয়েক দিন আগে প্রযোজক সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান চাঁদপুরে গণপিটুনিতে মারা গেছেন। সেলিম খানের সঙ্গে যোগাযোগ ছিল দেবের। এ বিষয়ে দেব বলেন, ‘আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি সেলিম আর নেই। গোটা বাংলাদেশের জন্য সময়টা ভীষণ কঠিন। ওই দেশটিতে বহুবার গিয়েছি। আমার খুব পছন্দের জায়গা। ওখানে আমার অভিজ্ঞতাও খুব ভালো। ও দেশের মানুষ ভীষণ শান্ত, ভদ্র। তাই চাইব ওখানে যেন আবার শান্তি ফিরে আসে। ওরা যেন সবাই আবার ভালোবাসায় বেঁধে থাকেন।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়