ঢাকা     মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৬ ১৪৩১

ড. ইউনূসকে যে আহ্বান জানালেন ফারুকী 

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:৩৭, ৭ আগস্ট ২০২৪
ড. ইউনূসকে যে আহ্বান জানালেন ফারুকী 

বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন দেশের শিল্পী ও কলাকুশলীরা। এদের মধ্যে অন্যতম হলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিয়মিত ফেসবুক পোস্টে তিনি নিজের মতামত প্রকাশ করেছেন। 

এবার তিনি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে যে ভাঙচুর ও অগ্নিকাণ্ড হচ্ছে, সেসব নিয়েও কথা বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ড. মুহাম্মদ ইউনূসকে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িটি পরিদর্শনের আহ্বান জানান এই নির্মাতা।

ফারুকী পোস্টে লিখেছেন, ‘আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হবে ৩২ নম্বরের বাড়ি পুনর্বাসনের কাজ শুরু করা। এই বাড়িকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসা এবং এ বাড়ি সম্পর্কিত বিভিন্ন ছবি, স্মৃতিস্মারক যা যা পাওয়া যায় তা দিয়ে যাদুঘর আবার চালু করা। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের উচিত হবে নিজেই বাড়িটা ভিজিট করা। তিনি এই বাড়ি ভিজিট করলে একটা সিগনিফিকেন্স তৈরি হবে, একটা বার্তা দেবে।’

নির্মাতা আরো বলেন, ‘এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এগুলো সব ঠিকঠাক করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের মন্দির থাকবে, মসজিদ থাকবে, প্যাগোডা থাকবে, গির্জা থাকবে, বোরকা থাকবে, জিনস থাকবে। সবকিছুই থাকবে বহুজনের এই সমাজে।’

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়