ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

‘আজ গানের দিন’

প্রকাশিত: ১২:১৫, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ১২:১৯, ১১ আগস্ট ২০২৪
‘আজ গানের দিন’

এনিগমা টিভির নিয়মিত আয়োজন ‘আজ গানের দিন’। প্রথম, দ্বিতীয় সিজনের পর আজ (১১ আগস্ট) শুরু হতে যাচ্ছে তৃতীয় সিজন। এ সিজনের প্রথম পর্বে গাইবেন কণ্ঠশিল্পী অনুপমা মুক্তি। গান ও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনাও করবেন তিনি। এটি সঞ্চালনা করবেন ইউসুফ আহমেদ।

আগামী ১৮ আগস্ট অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব প্রচার হবে। এ পর্ব সাজানো হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ও কণ্ঠশিল্পী আজাদ রহমান শাকিলকে নিয়ে। এদিন তাকে নিয়ে তথ্যচিত্রও দেখানো হবে। ২৫ আগস্ট প্রচার হবে তৃতীয় পর্ব। এটি সাজানো হয়েছে তরিক মৃধাকে নিয়ে।

এ বিষয়ে এনিগমা টিভির ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, আমরা প্রত্যেক শিল্পীর নিজস্বতা তুলে ধরতে চাই। প্রথম ও দ্বিতীয় সিজনের দর্শক-শ্রোতাপ্রিয়তার কারণে তৃতীয় সিজনকে একটু ভিন্নতা দেওয়া হয়েছে। এই সিজনে থাকবে ৩৬টি পর্ব। আগামী বছরের ১৩ এপ্রিল এই সিজনের শেষ পর্ব প্রচার হবে।

এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড নির্মিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে এনিগমা টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সপ্তাহের প্রতি রোববার রাত ৮টায় লাইভ দেখানো হবে অনুষ্ঠানটি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়