ঢাকা     শুক্রবার   ০৪ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৯ ১৪৩১

প্রেমিকাকে ইমপ্রেস করতে সালমানের বাবাকে হুমকি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৫:১২, ২০ সেপ্টেম্বর ২০২৪
প্রেমিকাকে ইমপ্রেস করতে সালমানের বাবাকে হুমকি

স্কুটিতে গ্রেপ্তারকৃত প্রেমিক-প্রেমিকা

চিত্রনাট্যকার ও সালমান খানের বাবা সেলিম খানকে হুমকি দেওয়ার অভিযোগে প্রেমিক জুটিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— উমর আসিফ শেখ (২৬) ও আসমা শেখ (২২)। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

অভিযুক্তদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এসময় প্রেমিক উমর আসিফ শেখ বলেন, ‘প্রেমিকাকে (আসমা শেখ) ইমপ্রেস করার জন্য সেলিম খানকে হুমকি দিয়েছিলাম। লরেন্স বিঞ্চোইর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।’

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল হাঁটার জন্য বের হন সেলিম খান। সকাল সাড়ে ৮টার দিকে বান্দ্রার গ্যালাক্সির বাড়ি থেকে ২৫০ মিটার দূরে বসে ছিলেন। ওই সময়ে স্কুটি যোগে সেখানে গিয়ে থামে উমর-আসমা। আসমার পরনে বোরকা ছিল এবং মুখ ঢাকা ছিল। স্কুটিতে বসেই সেলিম খানকে উদ্দেশ্য করে উমর বলেন, ‘লরেন্স বিঞ্চুইকে পাঠিয়ে দেব?’ এ কথা বলেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

আরো পড়ুন:

এসময় সেলিম খান স্কুটির কয়েকটি নাম্বার মনে রাখেন। এরপর থানায় মামলা দায়ের করেন সেলিম খানে দেহরক্ষী। তারপর মাঠে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে এই জুটিকে শনাক্ত করে পুলিশ; এরপর গ্রেপ্তার করা হয়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়