ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

কলকাতার পূজার প্যান্ডেলে পরীমণির সিনেমা!

প্রকাশিত: ১৫:৪০, ১৩ অক্টোবর ২০২৪   আপডেট: ১৫:৪২, ১৩ অক্টোবর ২০২৪
কলকাতার পূজার প্যান্ডেলে পরীমণির সিনেমা!

ঢাকাই সিনেমার গ্ল্যামার কন্যা পরীমণি। দেশের পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্রেও নিজের নাম লিখিয়েছেন। শারদীয় দুর্গাপূজা উৎসবে ওপর বাংলার পূজামণ্ডপে স্থান পেয়েছে পরীমণির সিনেমার পোস্টার।

কলকাতার একটি মন্দিরের গেট সাজানো হয়েছে ‘ফেলুবক্সী’ সিনেমার পোস্টার দিয়ে। যা ফেসবুকে শেয়ার করেছেন পরীমণি নিজেই। লিখেছেন, ‘শিগগিরই আসছে লাব্যি...।’

দেবরাজ সিনহার ‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। এতে তার সহশিল্পী টালিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এই সিনেমায় সোহম আর মধুমিতাকে দেখা যাবে দেবযানী চরিত্রে।

আরো পড়ুন:

এতে আরো অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার। সংগীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। সিনেমাটি পূজার পর মুক্তির কথা রয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়