ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বের প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:৩০, ৬ নভেম্বর ২০২৪
বিশ্বের প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী মারা গেছেন

বিশ্বের প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী কিকি হ্যাকাসন মারা গেছেন। সোমবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই সুইডিশ মডেল। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

কিকির পরিবারের বরাত দিয়ে মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানানো হয়েছে, ঘুমের মধ্যে মারা গেছেন কিকি হ্যাকাসন।

আরো পড়ুন:

মিস ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও সিইও জুলিয়া মোরলে বলেন, ‘আমরা কিকির পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি। এই কঠিন সময়ে তাদের প্রতি আমাদের ভালোবাসা ও প্রার্থনা থাকবে। কিকি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।’

১৯২৯ সালের ১৭ জুন সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন কিকি হ্যাকাসন। সেখানেই তার বেড়ে ওঠা। ১৯৫১ সালে ‘মিস সুইডেন ওয়ার্ল্ড’ নির্বাচিত হন এবং বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

১৯৫১ সালের ২৯ জুলাই লন্ডনের লিসিয়াম বলরুমে বসেছিল মিস ওয়ার্ল্ডের প্রথম আসর। মাত্র ২৩ বছর বয়সে এ প্রতিযোগিতায় বিজয়ের মুকুট ছিনিয়ে নেন কিকি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়